0
তুমি যদি আমার না হও আমি যদি তোমার না হই পৃথিবীতে কে কার? কেউ কারো নয়।তাহলে? আজ তুমি আমার, আমি তোমার এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। এ সত্য যেন চিরদিন সত্য থাকে। এ সত্য সত্য না থাকলে কি হবে? সব মিথ্যা হয়ে যাবে, এমনকি মিথ্যা হয়ে যাবে আকাশের তারা। এমন একটি দিন কি আমিচাইতে পারি? না, চাইতে পারিনা।তাহলে? ” তুমি চিরদিন আমার থেকো।”

0