0
সাতক্ষীরার তিন আসনে যে
সবার প্রিয় মুখ,
সাংসদ হইলে ডাঃ রুহুল হক
থাকবে নাকো দুখ।
দেখবে সবাই নতুন ভাবে
দিবেন নতুন সাজ,
তিন আসনে করবেন জানি
চলমান সব কাজ।
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়
রেলের দেখা যায়,
সবার চাওয়া নদীর ভাঙন
নিরোধ করতে চায়।
সবার মাঝে সবার দুঃখে
সবার ডাকে যান,
জাত পাতের বিভেদ ভুলে
সবার প্রতি টান।
তিন আসনে চার দিগন্তে
রব উঠেছে তাই,
মহান গুণের —অধিকারী
এমন নেতা চাই,
সকল পেশার সকল মানুষ
বেজায় খুশি রয়,
বিপুল ভোটে নৌকা প্রতীক
আবার হবে জয়।
জয়ের মালা পরবেন তিনি
আসলে শুভ বার,
সবার চাওয়া পূরণ করবেন
নিবেন কাঁধে ভার।

0
ভালো লিখেছেন কবি