সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি

সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি?

play icon Listen to this article
0

সিদরাতুল নামের মেয়েরা অনেকেই জানতে চায় সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি। আবার অনেক বাবা মা তাদের মেয়ের নাম সিদরাতুল মুনতাহা রাখার জন্য সিদরাতুল মুনতাহা নামের অর্থ খুজে থাকে । তাই আজকে আমরা জানাব সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক , আরবি অর্থ।

সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি

সিদরাতুল মুনতাহা নামের অর্থ  হল শেষ প্রান্তের বরই গাছ।যেটি সপ্তম আসমানে অবস্থিত।

সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক অর্থ কি

সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক অর্থ হলঃ শেষ প্রান্তের বরই গাছ। আমাদের নবি সাঃ

মিরাজের সময় সেটি অতিক্রম করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলে।


আরো পড়ুনঃ


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Ripa Khatun

Author: Ripa Khatun

আমি একজন কনটেন্ট রাইটার। নিজের ওয়েবসাইটে পাশাপাশি লেখক এ লেখালেখি করি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply