0
সিদরাতুল নামের মেয়েরা অনেকেই জানতে চায় সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি। আবার অনেক বাবা মা তাদের মেয়ের নাম সিদরাতুল মুনতাহা রাখার জন্য সিদরাতুল মুনতাহা নামের অর্থ খুজে থাকে । তাই আজকে আমরা জানাব সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক , আরবি অর্থ।
সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি
সিদরাতুল মুনতাহা নামের অর্থ হল শেষ প্রান্তের বরই গাছ।যেটি সপ্তম আসমানে অবস্থিত।
সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক অর্থ কি
সিদরাতুল মুনতাহা নামের ইসলামিক অর্থ হলঃ শেষ প্রান্তের বরই গাছ। আমাদের নবি সাঃ
মিরাজের সময় সেটি অতিক্রম করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলে।
আরো পড়ুনঃ
- পুনর্জন্ম নাকি পুনরুত্থান: ইসলাম কী বলে?
- আখিরাত বা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসের স্বরূপ
- আয়েশা নামের অর্থ কি
- জান্নাতুল ফেরদাউস নামের অর্থ কি
- ধন্যবাদ লেখক.মি কে

0