0
“আমি শিয়ালের কাছে শুনেছি তুমি সুন্দর, আমি শকুনের কাছে শুনেছি তুমি সুন্দর, সবচেয়ে বেশি শুনেছি শুকরের কাছে তুমি সুন্দর। আমি শুকরেরটা বেশি বিশ্বাস করেছি।কারন, শুকরতো মিথ্যা বলতে পারেনা, যে নিজে অসুন্দর সে কি কাউকে সুন্দর বলবে?” “তাহলে? তুমি আসলেই সুন্দর”।” এবার বল সে সুন্দরের এক ফোটা আমাকে দেবে কিনা?” “না, দেবনা।” “তাহলে তুমি একটুও সুন্দর নয়, শুকর শিয়াল, শকুন যারা যা বলেছে সব মিথ্যা, সবচেয়ে বেশি মিথ্যা শুকরেরটা কারন সে নিজে অসুন্দর হওয়াতে অন্যকে সুন্দর বলে কিছুক্ষণ নিজের স্তুতি করেছে।”

0