0
সোনার ছেলে হবার জন্য
চলো স্কুলে যাই,
সবার আগে সোনার ছেলে
হতে আমি চাই।
লেখাপড়া শিখলে সেতো
সোনার ছেলে হবে,
সেই ছেলেটি সবার চোখে
ভালো মানুষ তবে।
সোনার মত খাঁটি জানি
এই জগতে নেই,
এমন খাঁটি হতে পারলে
ধন্য হলো সেই।
এমন একটা সোনার ছেলে
বাংলাদেশে আয়,
সোনা ফলবে এই বাংলাতে
তোমায় যদি পায়।
দুধে ভাতে থাকবে ভালো
মনে পাবে সুখ,
হাজার মাইল দূরে যাবে
বাংলা ছেড়ে দুখ।

0