স্মৃতিচারণ

0

স্মৃতিচারণ
✒ অনিন্দ্য সূত্রধর

মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা?
পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।।

প্রাথমিকের জীবনের দিনগুলো ছিল স্মৃতি দিয়ে ঘেরা
শিক্ষাজীবনের মধ্যে সেই দিনগুলোই ছিল সেরা।।

ছোট্ট বেলার সেই দিনগুলো ফিরবে না কভূ হায়

ক্লাসে যখন আমার পাশে বসতো সৌমিক রায়।।

শফিউল আলমের ব্যবহারটা মোটেও নয় মন্দ
এই গ্যাংয়ের আরেক নক্ষত্রের নামটি প্রিয়ন্তি চন্দ।।

আমার Homework এর ডায়রিটা সুচিত্রা লিখে দিতো
প্রশান্তকে দেখতে লাগতো মঙ্গল পাণ্ডের মতো 🤭।।

আমাদের মধ্যে হয়নি কখনো তর্ক বিতর্ক
আছে আমাদের আরেকটি বন্ধু — নামটি তার অর্ক।।

আরো চারটি বন্ধু আছে — অর্চি, অপি, প্রমি, রাভীবা
এই Friend Circle কে দুনিয়া একদিন দেবেই দেবে বাহবা।।

#RAPS
তারিখ — ১১ জুলাই, ২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

অনিন্দ্য সূত্রধর

Author: অনিন্দ্য সূত্রধর

Student of Ajmiriganj Government College

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

One Reply to “স্মৃতিচারণ”

Leave a Reply