0
স্মৃতিচারণ
✒ অনিন্দ্য সূত্রধর
মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা?
পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।।
প্রাথমিকের জীবনের দিনগুলো ছিল স্মৃতি দিয়ে ঘেরা
শিক্ষাজীবনের মধ্যে সেই দিনগুলোই ছিল সেরা।।
ছোট্ট বেলার সেই দিনগুলো ফিরবে না কভূ হায়
ক্লাসে যখন আমার পাশে বসতো সৌমিক রায়।।
শফিউল আলমের ব্যবহারটা মোটেও নয় মন্দ
এই গ্যাংয়ের আরেক নক্ষত্রের নামটি প্রিয়ন্তি চন্দ।।
আমার Homework এর ডায়রিটা সুচিত্রা লিখে দিতো
প্রশান্তকে দেখতে লাগতো মঙ্গল পাণ্ডের মতো 🤭।।
আমাদের মধ্যে হয়নি কখনো তর্ক বিতর্ক
আছে আমাদের আরেকটি বন্ধু — নামটি তার অর্ক।।
আরো চারটি বন্ধু আছে — অর্চি, অপি, প্রমি, রাভীবা
এই Friend Circle কে দুনিয়া একদিন দেবেই দেবে বাহবা।।
#RAPS
তারিখ — ১১ জুলাই, ২০২৪

0
ভালো লিখেছেন কবি