হাতছানি দেয় মরণ

0

 

বেশি কথা বলেন যিনি
বাচাল তাকে বলে,
সবার কাছে অতি প্রিয়
মিতভাষী হলে।

বেশি ভোজন দেহে শক্তি
ওজন বৃদ্ধি পায়,
মগজ ভরা বুদ্ধি থাকলে
শ্রোতা হয়ে যায়।

আয়ের সাথে ব্যয়টা বাড়ে
চরম সত্য বাণী,
লোভ লালসা শান্তি কাড়ে
মানব সবে মানি।

বছর মাসে বয়স বাড়ে
মাথায় পাকে চুল,
চিন্তার ভাঁজে ভেসে ওঠে
কত রকম ভুল।

জীবন থেকে সময় যেন
দ্রুত চলে যায়,
তবুও মানুষ বেখেয়ালে
বুঝতে নাহি চায়

আসল ভুলে নকল নিয়ে
করছে টানাটানি,
হাতছানিতে জানান দিচ্ছে
মরণ মোরা জানি


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

One Reply to “হাতছানি দেয় মরণ”

Leave a Reply