0
বেশি কথা বলেন যিনি
বাচাল তাকে বলে,
সবার কাছে অতি প্রিয়
মিতভাষী হলে।
বেশি ভোজন দেহে শক্তি
ওজন বৃদ্ধি পায়,
মগজ ভরা বুদ্ধি থাকলে
শ্রোতা হয়ে যায়।
আয়ের সাথে ব্যয়টা বাড়ে
চরম সত্য বাণী,
লোভ লালসা শান্তি কাড়ে
মানব সবে মানি।
বছর মাসে বয়স বাড়ে
মাথায় পাকে চুল,
চিন্তার ভাঁজে ভেসে ওঠে
কত রকম ভুল।
জীবন থেকে সময় যেন
দ্রুত চলে যায়,
তবুও মানুষ বেখেয়ালে
বুঝতে নাহি চায়
আসল ভুলে নকল নিয়ে
করছে টানাটানি,
হাতছানিতে জানান দিচ্ছে
মরণ মোরা জানি
0
ভালো লিখেছেন কবি