smartphone 1894723 480

১৫০০০ টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল ফোন

0

আমরা অনেকেই জানতে চাই ১৫০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোন কোনগুলি। তাই আজকের  পোস্টে আপনাদেরকে জানাবো এই দামে সেরা মোবাইল ফোন কোনগুলি। এছাড়াও আর্টিকেলের শেষ অংশে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

সূচিপত্র

১. Infinix Hot 11s (দাম ১৪৯৯০৳, ৪/১২৮ GB)

Infinix Hot 11s ফোনটি  ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ স্কিনসহ মার্কেটে আসে। এই মোবাইল ফোনে ১৮ ওয়ার্টের দ্রুত চার্জার দিয়ে চার্জ দেয়ার ব্যাবস্থা রয়েছে এবং IPS টার্চ স্কিন ব্যাবহার করা হয়েছে। Infinix Hot 11s ফোনের অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনের ওজন ২০৫ গ্রাম।

Infinix Hot 11s মোবাইল ফোনের ফিচারগুলি

  • সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ভিডিও রেকর্ডিং: কোয়াড এইচডি (1440p)
  • ব্যাটারি: ৫০০০ mAh
  • RAM:  ৪/৬ জিবি
  • ফিঙ্গার প্রিন্ট: মোবাইলের পেছনে

যদি বাজেট আরো ১০০০ বাড়িয়ে নিতে পারেন তাহলে Infinix Hot 12 6/128 GB আপনার জন্য ভালো অপশন হতে পারে

২. Walton RX 8 Mini (দাম ১২৯৯৯৳, ৪/৬৪ GB)

Walton RX 8 Mini ফোনটি সম্পুর্ন বাংলাদেশে তৈরি একটি মোবাইল ফোন। এই ফোনে ৬.৩ ইঞ্চি ডিসপ্লের সাথে রয়েছে ৪ জিবি RAM এবং HD+ IPS ডিসপ্লে। Walton RX 8 Mini ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জার সাপোর্টেড সহ রয়েছে ৩০০০ mAh ব্যাটারি এবং পেছনে ১২-৮-৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা আছে।

Walton RX 8 Mini ফোনের ফিচারগুলি

  • প্রসেসর: অক্টা-কোর, ২.২ GHz পর্যন্ত
  • সামনের ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ROM: ৬৪ জিবি
  • ফিঙ্গারপ্রিন্ট: মোবাইলের পেছনে
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভার্সন ১০

যদি খরচ আরেকটু কমাতে চান তাহলে 4/64 GB আরেকটা ফোন আছে Symphony এর, Symphony Z47 4GB/64GB 

৩. Poco M2  Reloaded (দাম: ১৪৯৯৯৳, ৪/৬৪ জিবি)

Poco M2  Reloaded মোবাইল ফোনে ৬.৫৩ ইঞ্চি ফুল HD+ IPS ডিসপ্লে। এই মোবাইলটি ফুল HD ভিডিও রেকর্ডিং করে এবং এর পেছনে যাথাক্রমে ১৩+৮+৫+২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এবং Poco M2  Reloaded  মোবাইল ফোন ১৮W ফাস্ট চার্জার সাপোর্টেড।

Poco M2  Reloaded ফোনের ফিচারগুলি

ফিঙ্গারপ্রিন্ট: মোবাইল ফোনের সাইডে

  • RAM: ৪ জিবি
  • ROM: ৬৪ জিবি
  • প্রসেসর: অক্টা-কোর ২.২ GHz পর্যন্ত
  • ফিঙ্গারপ্রিন্ট: মোবাইলের সাইডে
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভার্সন ১০

Xiaomi এর ফ্যান না হয়ে যদি আপনি Motorolla ফ্যান হয়ে থাকেন তাহলে Motorola E40-(4GB/64GB) দেখতে পারেন

৪. Vivo Y20 (দাম ১১৯৯৯৳, ৩/৩২ জিবি)

Vivo Y20 ফোন ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মার্কেটে এসেছে। ফোনের ওজন ১৮৬ গ্রাম এবং ফোনটির ফ্রেম এ পেছনের সাইড প্লাস্টিকের তৈরি। Vivo Y20 ফোনের ডিসপ্লে 6.51 ইঞ্চি এবং ডিসপ্লের ধরন আইপিএস এলসিডি।

Vivo Y20 ফোনের ফিচারগুলি

  • ডিসপ্লে রেজুলেশন: ৭২০x১৬০০ পিক্সেল, ২০:৯ অনুপাত
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভার্সন ১২ (Go Edition)
  • পেছনের ক্যামেরা: ৮+৫ মেগাপিক্সেল
  • সেন্সর: অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর
  • প্রসেসর: অক্টা-কোর ২.৩৫ পর্যন্ত।

৫. Oppo A17k (দাম: ১২৯৯০৳ ৩/৬৪ জিবি)

Oppo A17k ফোনটি বর্তমানে বাজারে নেভি-ব্লু এবং গোল্ড কালারের পাওয়া যাচ্ছে। এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি দেয়া রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন ৭২০x১৬১২ পিক্সেল, ২০:৯ অনুপাত।

Oppo A17k ফোনের ফিচার

  • প্রসেসর: অক্টা-কোর ২.৩ GHz কর্টেক্স-A53 এবং ১.৮ GHz কর্টেক্স-A53
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১২
  • স্ক্রিন: পানডা গ্লাস
  • ফোনের ওজন: ১৮৯ গ্রাম
  • ক্যামেরা: প্রাথমিক ৮, সেকেন্ডারি ৫ মেগাপিক্সেল

৬. Tecno Spark 7pro (দাম: ১৩৪৫০৳ ৪/৬৪ জিবি, ১৪৯৫০৳ ৬/৬৪ জিবি)

Tecno Spark 7pro মোবাইল ফোন ২০২১ সালে ২ মে বাজারে আসে। এই ফোনের ডিসপ্লে ৬.৬ ইঞ্চি এবং রেজোলিউশন এইচডি+  ৭২০ x ১৬০০ পিক্সেল।

Tecno Spark 7pro ফোনের ফিচার

  • প্রযুক্তি: আইপিএস এলইডি টাচস্ক্রিন
  • পেছনের ক্যামেরা: ট্রিপল ৪৮ মেগাপিক্সেল
  • সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: লিথিয়াম-পলিমার ৫০০০ mAh
  • প্রসেসর: অক্টা-কোর, ২.০ GHz পর্যন্ত

বাজেট যখন ১৫০০০ তখন Techno 8 Pro কেন না- Tecno Spark 8 Pro 6GB / 64GB এর দামও কিন্তু ১৫০০০ এর নিচে

৭. Oppo A16 (দাম: ১৪৯৯০৳, ৩/৩২ জিবি)

Oppo A16 মোবাইল ফোন ১৭ জুলাই ২০২১ সালে বাজারে আসে। এই ফোনে সামনে গ্লাস এবং পেছনে প্লাস্টিকের বডি রয়েছে। ডিসপ্লে ৬.৫২ ইঞ্চি রেজুলেশন এইচডি+ ৭২০ x ১৬০০ পিক্সেল।

Oppo A16 ফোনের ফিচারগুলি

  • প্রযুক্তি: আইপিএস এলইডি টাচস্ক্রিন
  • পেছনের ক্যামেরা: ট্রিপল ১৩+২+২ মেগাপিক্সেল
  • সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারি: লিথিয়াম-পলিমার ৫০০০ mAh
  • প্রসেসর: অক্টা কোর, ২.৩৫ GHz পর্যন্ত

আমি হলে বাজেট আরো ১০০০ বাড়িয়ে, Oppo এর Oppo A17, 4GB Ram, 64GB Rom এই ফোনটা নিতাম

৮. Samsung Galaxy A12 (দাম: ১৪৯৯৯, ৪/৬৪ জিবি)

Samsung Galaxy A12 ফোন বাজারে আসে ২১ ডিসেম্বর ২০২০ সালে এটি সাদা, কালো, লাল, নীল কালারে পাওয়া যায়। এই মোবাইলে ৫০০০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

Samsung Galaxy A12 ফোনের ফিচারগুলি

  • পেছনের ক্যামেরা: কোয়াড ৪৮+৫+২+২ মেগাপিক্সেল
  • প্রসেসর: অক্টা কোর, ২.৩৫ GHz পর্যন্ত
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভার্সন ১০
  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • ওজন: ২০৫ গ্রাম

৯. Techno Spark 7 (দাম: ১১৪৯০৳ ৩/৬৪ জিবি, ১২৯৯০৳ ৪/৬৪ জিবি।

Techno Spark 7 মোবাইল ফোন প্রথমে বাজারে আসে ২০২১ সালের ১৬ এপ্রিল। এই ফোন স্প্রুস সবুজ, চুম্বক কালো কালারের পাওয়া যায়। এই ফোনের সামনের দিকে গ্লাস এবং পুরো বডি প্লাস্টিকের তৈরি। এতে রয়েছে ডুয়েল ন্যানো সিম।

Techno Spark 7 মোবাইলের ফিচারগুলি

  • প্রসেসর: অক্টা-কোর, ২.০ GHz পর্যন্ত
  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • ব্যাটারি: ৬০০০ mAh লিথিয়াম পলিমার
  • পেছনের ক্যামেরা: ডুয়াল ১৬ মেগাপিক্সেল + সেকেন্ডারি অজানা ক্যামেরা
  • সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল

বাজেটের মধ্যে- Tecno Spark 8 Pro 6GB / 64GB ফোনটাও নিতে পারেন, মন্দ হবে না

১০. Realme C25Y (দাম: ১৪৪৯৯, ৪/৬৪ জিবি)

Realme C25Y মোবাইল ফোন বাজারে আসে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। এই ফোন হিমবাহ নীল, মেটাল গ্রে কালারের বাজারে পাওয়া যায়। এই মোবাইল ফোনের সামনে গ্লাস এবং পুরো বডি প্লাস্টিকের। ফোনের ডিসপ্লের রেজুলেশন এইচডি+ ৭২০ x ১৬০০ পিক্সেল।

Realme C25Y ফোনের ফিচারগুলি

  • প্রসেসর: অক্টা কোর, ১.৮ GHz পর্যন্ত
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ব্যাটারি: ৫০০০ mAh লিথিয়াম-পলিমার
  • ডিসপ্লে: ৬.৫  ইঞ্চি
  • প্রযুক্তি: আইপিএস এলসিডি টাচস্ক্রিন

বাজেট আরেকটু বাড়িয়ে নিলে আরো ভালো ফোন নিতে পারবেন, Realme Narzo 50a Prime-4GB RAM/128GB ROM

ভিডিও

যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি নেয়া হয়েছে, ইউটিউব চ্যানেল PhZoNe থেকে-

উপরের ভিডিওতে সাজেস্ট করা ৩ টি ফোন থেকে বেছে নেয়া সেরা একটি ফোন (একটু কম দামে পাবেন নিচের লিংকে গেলে)-

 

প্রশ্নোত্তরঃ

নতুন মডেলের কি ফোন বাজারে এসেছে?

নতুন মডেলের Tecno Spark Go 2023
ফোন বাজারে এসেছে। এই ফোনটি ২০২৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে বাজারে এসেছে। ফোনের দাম ১১৯৯০৳ এবং কনফিগারেশন ৪/৬৪ জিবি। পেছনের ক্যামেরা ডুয়াল ১৩ মেগাপিক্সেল + QVGA এবং সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

১৩০০০ টাকার মধ্যে কোন ফোন ভালো?

১৩০০০ হাজার টাকার মধ্যে Tecno Spark Go 2023 ফোনটি সবচেয়ে ভালো হবে। ২০২৩ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখে Tecno Spark Go 2023 বাজারে এসেছে। ফোনের অফিসিয়াল দাম ১১৯৯০৳ এবং কনফিগারেশন ৪/৬৪ জিবি।

কম বাজেটে স্যামসাং গ্যালাক্সি ফোন কেমন হবে?

কম বাজেটে মধ্যে স্যামসাং গ্যালাক্সি ফোন ভালো হবে আপনি যদি কম বাজেটে Samsung Galaxy A12 নিতে চান তাহলে অনেক ভালো সার্ভিস পাবেন। এই ফোনের দাম ১৪৯৯৯৳ এবং ৪ জিবি RAM এর সাথে ৬৪ জিবি স্টোরেজ পাবেন।

১৬ মেগাপিক্সেল ক্যামেরা কোন ফোনে পাবো?

আপনি যদি ১৬ মেগাপিক্সেল সেফি ক্যামেরা ফোন নিতে চান তাহলে আপনার জন্য সেরা হবে Motorola Moto G23 ফোনটি। যার বর্তমান বাজারমূল্য ২৮০০০৳।

Realme ফোন এই বাজেটে কোনটা সেরা হবে?

১৫০০০ টাকা মধ্যে Realme C25Y ফোনটি সেরা হবে। কারন এই ফোনের ব্যাটারি ৫০০০ mAh এবং প্রসেসর অক্টা কোর, ১.৮ GHz পর্যন্ত।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Abdur Rakib

Author: Abdur Rakib

আমি মো: আব্দুর রাকিব। একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

cell 33083 480

সেরা ১০ টি বাটন মোবাইলের দাম ২০২৩

বর্তমানে আমাদের সবার হাতে একটা বা একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু আজ থেকে ১০/১২ বছর আগে এই চিত্র ছিলোনা।
desk 593327 480

সেরা ল্যাপটপ এর দাম ২০২৩

আজকের পোস্টে আমাদের আলোচনার বিষয়বস্তু সেরা ল্যাপটপ এর দাম ২০২৩। বর্তমানে ল্যাপটপ আপনার জন্য উপযোগী একটি ব্যাবস্থা হতে পারে। বিশেষ
মোবাইল ফোনের দাম জানার ওয়েবইসাইট- লেখক ডট মি

মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট

আজকের পোস্টে আমরা আপনাদেরকে জানাবো বর্তমানে মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট কোনগুলি। আমরা মোবাইল কেনার আগে প্রথমেই
অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা বই- লেখক ডট মি

অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা ১০ টি বই

কিংবদন্তি লেখক হিসেবে হুমায়ূন আহমেদ  পরিচিত। তিনি তার লেখনী দিয়ে আমাদের মাঝে অমর হয়ে আছেন,থাকবেন।  তাঁর প্রকাশিত বেশ কিছু বই

Leave a Reply