মোবাইল ফোনের দাম জানার ওয়েবইসাইট- লেখক ডট মি

মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট

0

আজকের পোস্টে আমরা আপনাদেরকে জানাবো বর্তমানে মোবাইল ফোনের দাম জানার সেরা ৫ টি ওয়েবসাইট কোনগুলি। আমরা মোবাইল কেনার আগে প্রথমেই গুগলে সার্চ দিয়ে থাকি এবং নির্দিষ্ট মোবাইল সম্পর্কে জানতে বিভিন্ন ওয়েবসাইটের পোস্ট পড়ি। বাংলাদেশে জনপ্রিয় অনেক কয়েকটি ওয়েবসাইট আছে যারা প্রতিনিয়ত বাজারে নতুন আসা মোবাইল ফোনের দাম এবং কনফিগারেশন নিয়ে পোস্ট করে। আসুন জেনে নিই এরকম ওয়েবসাইট কোনগুলি।

কম দাম ভালো ফোন

আপনি যদি কম দামে ভালো মোবাইল ফোন কিনতে চান তাহলে বেশ কিছু মোবাইলের নাম আমি বলে দিতে পারি। আসুন জেনে নিই বর্তমানে বাজারে কম দামে ভালো মোবাইল ফোন কোনগুলি-

Samsung Z42pro

এই মোবাইল ফোনটিতে রয়েছে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। যেহেতু এই মোবাইল ফোনটি স্যামসাং কম্পানির তাই আপনি নিশ্চিন্তে ক্রয় করে ব্যাবহার করতে পারেন। এই মোবাইল ফোন আপনি গেমিং ফোন হিসিবে ব্যাবহার করতে পারবেন কারন এর ব্যাটারি প্রায় ৫০০০mAh হয়ে থাকে। মোবাইলটির দাম ১১৬২৪ টাকা মাত্র।

Walton primo HM7

আপনি যদি কম দামে ভালো মোবাইল ফোন কিনতে চান তাহলে Walton primo HM7 ফোনটি আপনার জন্য উপযোগী একটি ফোন। এই মোবাইল ফোনটিতে আপনি পাচ্ছেন ৩ জিবি RAM এর সাথে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এছাড়াও এই মোবাইল ফোনের ব্যাটারি ৫০০০ mAh পর্যন্ত হয়ে থকে যার ফলে এই ফোনটি গেমিং ফোন হিসেবেও ব্যাবহার করতে পারবেন। মোবাইল ফোনটির দাম হলো ১০৩৩০ টাকা মাত্র।

Nokia C2 DS

আপনার বাজেট যদি দশ হাজারের কম হয়ে থাকে তাহলে আপনার জন্য সেরা মোবাইল ফোন Nokia C2 DS কারন এই মোবাইলে পাচ্ছেন ২ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এই মোবাইলের ব্যাটারি ৩০০০mAh এবং যেহেতু  নোকিয়া কম্পানির মোবাইল সেহেতু এই মোবাইল ফোনটির সার্ভিস অনেক ভালো হবে তা বলাই যায়।

মোবাইল ফোনের দাম জানার ৫ টি ওয়েবসাইট

১. মোবাইল দোকান

মোবাইল দোকান বাংলাদেশের অন্যতম মোবাইল ফোনের দাম জানার ওয়েবসাইট। মোবাইল দোকান মোবাইল ফোনের স্পেসিফিকেশন, মোবাইল রিভিউ, মোবাইল রিলিজের তারিখ এবং দামের বিবরণ তাদের ওয়েবসাইটে পোস্ট করে থাকে।

  • মোবাইল দোকান সবসময় মোবাইলের সঠিক মূল্য গ্রাহকদের দিয়ে থাকে।
  • মোবাইল দোকান মোবাইলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দাম তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে।
  • সকল মোবাইলের দামসহ সকল তথ্য বিস্তারিত তাদের ওয়েবসাইটে পাওয়া যায়।

ওয়েবসাইটঃ https://www.mobiledokan.co/

২. মোবাইল মায়া

মোবাইল মায়া বাংলাদেশের অন্যতম মোবাইল ফোনের দাম জানার ওয়েবসাইট। মোবাইল দোকানে মতোই মোবাইল মায়া মোবাইল ফোনের স্পেসিফিকেশন, মোবাইল রিভিউ, মোবাইল রিলিজের তারিখ এবং দামের বিবরণ তাদের ওয়েবসাইটে পোস্ট করে থাকে।

  • মোবাইল মায়া সবসময় মোবাইলের সঠিক মূল্য গ্রাহকদের দিয়ে থাকে।
  • মোবাইল মায়া মোবাইলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দাম তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে।
  • সকল মোবাইলের দামসহ সকল তথ্য বিস্তারিত মোবাইল মায়ার ওয়েবসাইটে পাওয়া যায়।

ওয়েবসাইটঃ https://mobilemaya.com/

৩. মোবাইল বাজার

মোবাইল বাজার অন্যতম মোবাইল ফোনের দাম জানার ওয়েবসাইট। এটি বাংলাদেশ ভিত্তিক একটি ওয়েবসাইট। মোবাইল দোকানে মতোই মোবাইল বাজার মোবাইল ফোনের স্পেসিফিকেশন, মোবাইল রিভিউ, মোবাইল রিলিজের তারিখ এবং দামের বিবরণ তাদের ওয়েবসাইটে পোস্ট করে থাকে।

  • মোবাইল বাজার সবসময় তাদের ওয়েবসাইটে মোবাইলের সঠিক মূল্য পোস্ট করে থাকে।
  • মোবাইল বাজার মোবাইলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দাম তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে।
  • সকল মোবাইলের দামসহ সকল তথ্য বিস্তারিত মোবাইল বাজারের ওয়েবসাইটে পাওয়া যায়।

ওয়েবসাইটঃ https://www.mobilebazar.com.bd/

৪. মোবাইল মার্কেট

মোবাইল মার্কেট বাজারের নতুন পুরাতন সকল মোবাইল ফোনের দাম জানার একটি ওয়েবসাইট। তারা সবসময় নিত্যনতুন মোবাইল ফোনের দাম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।

  • বর্তমান বাজারে মোবাইলের সঠিক মূল্য মোবাইল মার্কেট ওয়েবসাইটে পাওয়া যায়।
  • মোবাইলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দাম মোবাইল মার্কেটের ওয়েবসাইটে পাওয়া যায়।
  • মোবাইলের স্পেসিফিকেশনসহ বিস্তারিত সকল তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যায়।

ওয়েবসাইটঃ https://www.mobilemarket.hu/

৫. মোবাইল মেলা

বাংলাদেশে অসংখ্য মোবাইল ফোনের দাম জানার ওয়েবসাইট রয়েছে। আপনি যদি সেরা পাঁচটি মোবাইল ফোনের দাম জানার ওয়েবসাইট বাছাই করতে চান তাহলে মোবাইল মেলা এই লিস্টে থাকবে। মোবাইল মেলা দীর্ঘদিন থেকে মোবাইলের সঠিক মূল্য তাদের ওয়েবসাইটে পোস্ট করে আসছে।

  • বর্তমান বাজারের মোবাইলের সঠিক মূল্য মোবাইল মেলা ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন।
  • মোবাইলের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দাম মোবাইল মেলা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন
  • মোবাইলের স্পেসিফিকেশনসহ বিস্তারিত সকল তথ্য এই ওয়েবসাইট থেকে নিমিষেই সংগ্রহ করা সম্ভব।

ওয়েবসাইটঃ https://mobilemela.com.bd

প্রশ্নোত্তরঃ

বাংলাদেশে কত ধরণের অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন পাওয়া যায়?

Android: এটি বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম। এটি গুগল দ্বারা তৈরি এবং উন্নয়ন করা হয়েছে। এটি বিভিন্ন উদ্যোক্তাদের দ্বারা ব্যবহৃত হয় যারা নির্মাণ করে বিভিন্ন ধরনের মোবাইল ফোন, ট্যাবলেট এবং অন্যান্য উপকরণ।

iOS: এটি একটি মাইক্রোসফট দ্বারা তৈরি এবং উন্নয়ন করা হয় এবং এর ব্যবহারকারীদের সুবিধাজনক ব্যবহার করতে পারেন। এটি আইফোন এবং আইপ্যাড এবং অন্যান্য উপকরণে ব্যবহৃত হয়।

KaiOS: এটি একটি অপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম যা মোবাইল ফোন উদ্যোক্তাদের জন্য ডিজাইন করা হয়েছে।

অফিসিয়াল ফোনের দাম আন-অফিসিয়াল ফোন থেকে কেন এত বেশি হয়?

আমরা সবাই জানি বাজারে মোবাইল ফোন দুই ধরনের পাওয়া যায় একটি অফিসিয়াল অন্যটি আন-অফিসিয়াল। অফিসিয়াল বলতে যেই মোবাইল ফোনগুলি সরকারকে ট্যাক্স, ভ্যাট দিয়ে অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন করে বাজারে নিয়ে আসা হয় সেই গুলিকে বুঝায়।

অন্যদিকে আন-অফিসিয়াল মোবাইল ফোন হলো বাজারে চোরাই পথে রেজিস্ট্রেশন ছাড়া এবং ভ্যাট, ট্যাক্স ছাড়া নিয়ে আসা হয় সেই মোবাইল ফোনগুলিকে বুঝায়। আর যেহেতু আন-অফিসিয়াল মোবাইল ফোন বাজারে আসতে কোনো ভ্যাট, ট্যাক্স দিতে হয়না তাই আন-অফিসিয়াল ফোনের দাম সবসময় অফিসিয়াল ফোনের থেকে কম হয়ে থাকে।

আন-অফিসিয়াল ফোন কি কেনা উচিত হবে?

অফিসিয়া মোবাইল ফোনগুলি সরকারি সকল নিয়ম মেনে বাজারে আসে এবং এই ফোনগুলি নষ্ট হলে মোবাইল ফোন কম্পানির কাস্টমার কেয়ারে বিনামূল্যে বা স্বল্প খরচে মোবাইল সার্ভিসিং করে নিতে পারবেন। অনেক সময় মোবাইল ফোন পরিবর্তন করাও যায়।

কিন্তু আন-অফিসিয়াল মোবাইল ফোন নষ্ট হলে কাস্টমার কেয়ারের কোনো সার্ভিস আপনি পাবেন না এবং সরকারি আইনে এই ফোনগুলি ব্যাবহার নিষিদ্ধ তাই যদি এই আন-অফিসিয়াল মোবাইল হারিয়ে যায় বা কেও চুরি করে নেই এমন অবস্থায় প্রশাসনের কোনো সাহায্য পাবেন না। তবে অফিসিয়াল ফোন হারিয়ে গেলে প্রশাসনের মাধ্যমে তা ফেরত পেতে পারবেন।

তাই আমরা বলতে পারি আন-অফিসিয়াল মোবাইল ফোন কেনা উচিৎ হবেনা।

কোন ব্র্যান্ডের বিক্রয় পরবর্তী সেবা সবচেয়ে ভাল?

স্যামসাং ব্র্যান্ডের বিক্রয় পরবর্তী সেবা সবচেয়ে ভাল। স্যামসাং মোবাইল বিভিন্ন কারণে সব মোবাইল ফোনের থেকে ভালো সেবা দিয়ে থাকে এর কারন হলো।
১/ উন্নয়নশীল প্রযুক্তি: স্যামসাং ফোনে ব্যবহৃত প্রযুক্তি অন্য ফোনের চেয়ে উন্নয়নশীল এবং স্বচ্ছ হয়। স্যামসাং ফোন স্ক্রিন, ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য ফিচারগুলি একটি সম্পূর্ণ নিজেদের প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়।

২/ ফিচারগুলির সমৃদ্ধতা: স্যামসাং ফোনে বিভিন্ন ফিচার সমৃদ্ধ থাকে যেগুলো ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক এবং সহজবোধ্য। উদাহরণস্বরূপ, ফেসআইড লক, ইমেজ স্ট্যাবিলাইজেশন, স্লোমো ভিডিও, ফোন শার্টকার্ট এবং অন্যান্য ফিচার সমৃদ্ধভাবে উপলব্ধ।

৩/ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড: স্যামসাং হলো একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং এর উন্নয়নশীল প্রযুক্তি ও ফিচার ব্যবহারকারীদের স্বীকৃতি পেয়েছে। এর ফলে সকলে স্যামসাং ফোনের জন্য বিশ্বাস বেশি রাখে।

৫/ উন্নত সার্ভিস প্রদান: স্যামসাং ব্যবহারকারীদের জন্য উন্নত সার্ভিস প্রদান করে থাকে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্যামসাং ফোনের সমস্যার সমাধান পাবেন এবং সমস্যা হলে তা সমাধান করার জন্য পর্যাপ্ত সময় এবং উপযোগী পরামর্শ পাবেন।

৬/ বিস্তারিত ডেটা প্রবেশ: স্যামসাং ফোন একটি শক্তিশালী প্রসেসর এবং বেশি র‍্যাম এবং স্টোরেজ সুবিধা সমৃদ্ধ হওয়ার কারণে এটি বিস্তারিত ডেটা প্রবেশ করতে পারে।

আরো পড়ুনঃ


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Abdur Rakib

Author: Abdur Rakib

আমি মো: আব্দুর রাকিব। একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

cell 33083 480

সেরা ১০ টি বাটন মোবাইলের দাম ২০২৩

বর্তমানে আমাদের সবার হাতে একটা বা একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু আজ থেকে ১০/১২ বছর আগে এই চিত্র ছিলোনা।
desk 593327 480

সেরা ল্যাপটপ এর দাম ২০২৩

আজকের পোস্টে আমাদের আলোচনার বিষয়বস্তু সেরা ল্যাপটপ এর দাম ২০২৩। বর্তমানে ল্যাপটপ আপনার জন্য উপযোগী একটি ব্যাবস্থা হতে পারে। বিশেষ
অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা বই- লেখক ডট মি

অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা ১০ টি বই

কিংবদন্তি লেখক হিসেবে হুমায়ূন আহমেদ  পরিচিত। তিনি তার লেখনী দিয়ে আমাদের মাঝে অমর হয়ে আছেন,থাকবেন।  তাঁর প্রকাশিত বেশ কিছু বই
৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল- গেমিং এবং ক্যামেরা ফোন - লেখক ডট মি

৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল- গেমিং এবং ক্যামেরা ফোন 

আজকের পোস্টে আমরা জানবো ৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল কোনগুলো। গেমিং এর জন্য কোনটা ভালো, আর ক্যামেরার জন্য কোনটা ভালো।

Leave a Reply