আমার দুঃখ

0

তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাব
আমি তোমায় নিয়ে স্বপ্নের দুনিয়ায় একের পর এক নতুন রাজ্য বানিয়ে যাব।
সেই সব রাজ্যে আমি হব রাজা তুমি রানী
কিন্তু বাস্তবের জ্বালাময় বিশ্বে আমি তোমার প্রেমের ভিখারি
তুমি মুখ ফিরিয়ে রাখা পাষাণী সখী।
তাই তো স্বপ্ন দেখা সোজা
বাস্তবে যা হয় না
স্বপ্নে তা ঘটিয়ে মজা।
আমি তো আমির নই যে রাজ্য বানাবো, রাজপ্রাসাদ গড়ব তাও একটার পর একটা…. এই বাস্তবের মাটিতে।
আমি তো কিছুই দিতে পারব না তোমায় শুধু ভালোবাসা দেওয়া ছাড়া
তাই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে।
সেখানে তুমি আমার আমি তোমার
এখানে আমি তোমার তুমি অন্য কারোর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply