আমার দুঃখ

0

তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবেসে যাব
আমি তোমায় নিয়ে স্বপ্নের দুনিয়ায় একের পর এক নতুন রাজ্য বানিয়ে যাব।
সেই সব রাজ্যে আমি হব রাজা তুমি রানী
কিন্তু বাস্তবের জ্বালাময় বিশ্বে আমি তোমার প্রেমের ভিখারি
তুমি মুখ ফিরিয়ে রাখা পাষাণী সখী।
তাই তো স্বপ্ন দেখা সোজা
বাস্তবে যা হয় না
স্বপ্নে তা ঘটিয়ে মজা।
আমি তো আমির নই যে রাজ্য বানাবো, রাজপ্রাসাদ গড়ব তাও একটার পর একটা…. এই বাস্তবের মাটিতে।
আমি তো কিছুই দিতে পারব না তোমায় শুধু ভালোবাসা দেওয়া ছাড়া
তাই আমি স্বপ্ন দেখি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে।
সেখানে তুমি আমার আমি তোমার
এখানে আমি তোমার তুমি অন্য কারোর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৪


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply