আযানের সুর

0

যখনই আমি শুনি দূর থেকে ভেসে আসা আযানের সুর
তখনই আমার মন চলে যায় আল্লাহর কাছে
আমি পড়ে থাকি পৃথিবীতে।
আমি যেন তখন আর আমার মধ্যে থাকি না
কোনো এক অজানা মায়ার সাগরে আমার চিন্তা-ভাবনা সাঁতার কাটতে থাকে!
আযানের কথায় আছে জাদু
সেই জাদু প্রর্দশনীর সময় অজানা কোনো মায়ার জগতে আমার অভিসার হয় শুরু।
আযান শুনতে শুনতে শুধু ভাবতে থাকি আল্লাহ কত মহান
না হ’লে আযানের সুর কীভাবে হয় এত সুমধুর?
মহাবিশ্বের সবকিছুই তো তাঁর সৃষ্টি
এ সুরও সেই সৃষ্টিরই অংশ।
আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই।
সত্যিই মিথ্যা শুনিনি
‘আযান বিশ্বের শ্রেষ্ঠ সঙ্গীত।’
আহা! কী মনোরম সেই সঙ্গীতের সুর
যা শুনলে দেহ-প্রাণ হয় পবিত্র
যে থাকে মেতে সেই সঙ্গীতের সুরে
সে পায় অনেক ভালোবাসা আল্লাহর কাছ থেকে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/২/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply