Huzur Me scaled

একজন প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এবং মানুষ ও জাতি গড়ার একজন পথপ্রদর্শকের নাম)

1

একজন প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এবং মানুষ ও জাতি গড়ার একজন পথপ্রদর্শকের নাম)
————————————————–
# এপ্রিল ১৫, ২০২২
ঢাকার বংশা‌লের সাতরওজায় খানকা‌য়ে নকসাব‌ন্দিয়া আবুল উলাইয়ার একজন বুযুর্গ , আধ্যাত্বিক সাধক ,বিদগ্ধ ও নিভৃতচা‌রি ও‌লি প্র‌ফেসর হযরত মীর হাসান আলি (কু:সে:আ) হুজু‌র দীর্ঘদিন শারিরীক অসুস্থতায় হলি ফ্যমিলি হাসপাতালে চিকিৎসাধীন থেকে ১২ রমজান পরিবার, ভক্ত ও আশেকানদের রেখে ইন্তেকাল করেন।

# অ‌ক্টবর ০৫ , ২০১৯
আমি প্র‌ফেসর হযরত মীর হাসান আলি হুজু‌রের বাসায় গিয়েছিলাম ও আমার লেখা মো‌র্সেদরূ‌পে হা‌বি‌বে রাসূল নামক ক‌বিতা তা‌ঁকে উৎসর্গ ক‌রেছিলাম। কবিতাটি নিচে তুলে দিলাম:

#
মোর্শেদরূপে হাবীবে রাসূল
————————
আপনারই পথে পথিক হয়ে থাকব চিরকাল
এই আকাঙ্খাই আমার রাসূল সাল্লাল্লাহো আলাইহে ওয়া সাল্লাম।
মোর্শেদ মেনে অন্তরে তা‌ঁর গড়েছি স্থান
কুরআন বলে মুমিনের অন্তর আরশের মোকাম।
নি:শ্বাসে স্রস্টা- প্রস্বাসে স্রস্টা , প্রভু নামদার
দেহতত্ত্বের আপনি মালিক রাসূল সাল্লাল্লাহো আলাইহে ওয়া সাল্লাম।
তুচ্ছ আমি জঘন্য হয়ে কাটিয়াছি বহুকাল
মোর্শেদরূপে দেখা দিয়ে করেছেন আমায় মানুষরূপী প্রাণ ।
স্রস্টার স্বরূপ অনুধাবণ করেছি, পেয়েছি তা‌ঁর প্রমাণ
আপনি তা‌ঁর ‘হাবীব’ হয়ে উজ্জ্বল হল দো-জাহান ।
মাটির দেহে বসত করে জীবাণু ও পাপ
রাসূলরূপী মোর্শেদের নূরে অমর হল ক্ষীণপ্রাণ।
আমার কী আর সাধ্য আছে স্রস্টাকে দেখার
রাসূলরূপে মোর্শেদকে পেয়ে ধন্য আমার প্রাণ।
———————————————–
#
প্র‌ফেসর মীর হাসান আলি হ‌লেন এমন একজন ব্য‌ক্তি ছিলেন যি‌নি মাদ্রাসা বো‌র্ডের সাব রে‌জিস্টার সহ ক‌বি নজরুল ক‌লে‌জের ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের বিভা‌গিয় প্রধান হিসা‌বে অবসর গ্রহন ক‌রেন এবং তাঁর লেখা ফা‌র্সি থে‌কে বাংলায় রূপান্তর ক‌রা অ‌নেক বই (মাকতুবা‌তে সা‌দি , মাকতুবা‌তে দো সা‌দি , তওফিকুল হেদায়াত উল্লেখ‌যোগ্য) মানুষ‌কে তাসাঊফ ও মা‌রিফ‌তের ঞ্জান‌কে বুঝা‌তে সহায়তা ক‌রেছে। শুধু তাই নয় তি‌নি মাদ্রাসা বো‌র্ডের স‌াব রে‌জিস্টার থাকাকা‌লিন সাল 1972 – 1973 এ সারা দেশব্যা‌পি অ‌নেক মাদ্রাসাকে সরকা‌রিকরন সহ অ‌নেক মাদ্রাসা প্র‌তিষ্ঠায় সরকা‌রিভা‌বে সহায়তা ক‌রে‌ছিলেন । শুধু তাই নয়,তি‌নি কর্মজীব‌নে কখনও অসততার আশ্রয় নেন‌নি তিঁনি প‌রিবা‌রের সবাই‌কে মানুষ ক‌রেছেন জীব‌নের শেষটুকু দি‌য়ে। তি‌নি ব্য‌ক্তিগত উদ্যোগ ও অ‌র্থে বি‌ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন ক‌রেন কখ‌নো তাঁর মু‌রিদ‌দের বা অনুসা‌রি‌দের থে‌কে কোন টাকা বা সাহায্য ছাড়াই। ব্য‌ক্তিজীব‌নে তি‌নি ৩ ছে‌লে ও ১ জন কন্যা সন্তা‌নের জনক ছিলেন ।
#
আমি মানুষ ও জাতি গড়ার মহান প্রত্যয়ের সাথে সারাজীবণ অতিবাহিত করা প্র‌ফেসর হযরত মীর হাসান আলি হুজুরের একজন ছাত্র,মু‌রিদ,ভক্ত/আশেকান ও শুভাকা‌ঙ্খি হিসা‌বে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য ও তা‌ঁর পরিবারের ওপর রহমতের ও সমৃ‌দ্ধির জন্য বারে এলাহির দরবারে মনের অন্ত:স্থল থেকে দোয়া কামনা ক‌রি।

– জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

Author: Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

সম্ভ্রান্ত মুস‌লিম মধ্য‌বিত্ত প‌রিবা‌রে জন্ম নি‌য়ে জীবণ ও বাস্তবতা‌কে খুব কাছ থে‌কে দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। মানু‌ষের সা‌থে নী‌বিড়ভা‌বে মিশ‌তে পারার দক্ষতা‌কে কা‌জে লা‌গি‌য়ে জীবণ সম্প‌র্কে সূক্ষ্ম দার্শ‌নিকতা ও বস্তুগত পার্থক্য ঊপল‌ব্ধিতায় সর্বদা জীবণ , চ‌রিত্র ও মান‌বিকতার মা‌নে‌ান্নয়ন করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। আমার কা‌ছে জীবণ অর্থ কখনও যুদ্ধ কখনও অর্থ নদী। স্বপ্ন হাজার , সফলতা ক্ষীণ কিন্তু চেষ্টায় অব্যর্থ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হযরত আলী (রা:) এর জীবনী

হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং তাকওয়ার জন্য সুপরিচিত।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। তবে, তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। বিদ্যাসাগর উপাধিটি সংস্কৃত ভাষা ও সাহিত্যে
আবু বকর রা. এর জীবনী

হযরত আবু বকর (রা.) এর জীবনী

হযরত আবু বকর (রা.) সিদ্দিক, যার সম্পর্কে বলা হয়, "বাদল আম্বিয়া, আশরাফুল নাস"- অর্থাৎ নবি-রাসুলের পরে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন
ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী- লেখক ডট মি

ইমাম আবু হানিফা (রহ.) জীবনী

  ইসলাম হচ্ছে একমাত্র মহা সত্য ধর্ম। যেখানে প্রতিটি মুসলমানকে ইসলামের নানান নিয়মকানুন মেনে চলতে হয়। রাসুলুল্লাহ সা. পরবর্তীতে যে

3 Replies to “একজন প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এবং মানুষ ও জাতি গড়ার একজন পথপ্রদর্শকের নাম)”

Leave a Reply