একজন সাদা মনের মানুষ

0

সাইফুদ্দিন সাহেব অনেক ভাল লোক ছিলেন। তিনি দেখা হলেই বলতেন, ‘ কেমন আছস্? কোথায় যাস?’ তিনি মানুষকে ভাল না বেসে পারতেননা।

 

আজ সাইফুদ্দিন সাহেব মারা গেছেন। আহা কি দুঃখ!  এমন লোক কি আর পাওয়া যাবে!

 

শুনেছি ময়না নদীর তীরে এক লোক বাস করে, নাম, বাবু মুখোপাধ্যায়, অনেক ভাল মানুষ। একদিন যাব, তার সাথে দেখা করব।

 

বাবু সাব, বাবু সাব, আপনি কেমন আছেন?

ভাল আছি।

আপনি নাকি মানুষের উপকার না করে থাকতে পারেননা?

হ্যাঁ, মানুষের উপকার করাই আমার কাজ।

আমার জন্য কিছু করেন?

তোমার নামে একটি স্কুল করে দেব।

 

আর কিছু করার ইচ্ছা আছে?

তোমার মায়ের নামে একটি মাদ্রাসা করে দেব, সেখানে সবাই পড়বে।

সত্যিইন আপনি ভাল মানুষ।

দোয়া কোরো চিরদিন যেন ভাল থাকতে পারি।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

Leave a Reply