বধির নেতা

0

সমাজে আজ… ঘুণ ধরেছে
দেখি নেতার জোর,
মসজিদের ওই সভার প্রধান
দখলে সুদ খোর।

ঈমান গুণেই হয়না প্রধান
গরিব কামলা লোক,
বাড়ির মসজিদ ভেবে পথটা
করে তারাই ভোগ।

মহল্লা বাসির নামে মসজিদ
আগে দাতার নাম,
অন্যে বাড়ির কেউবা প্রধান
থাকবে নাকো দাম।

বাপদাদার ওই মসজিদ রে’ভাই
পথটা দখলে চাই,
মোটা মাথার সুদখোরগুলো
সমস্যা তো নাই।

মসজিদ হলো প্রভুর নিবাস
পায় না তবু ভয়,
মসজিদের ওই সভার প্রধান
নিয়ে দ্বন্দ্বে রয়।

সম্পদ দিয়ে মসজিদ ঘরে
চায় যে সভার পথ,
কোনো মুসলিম ধার ধারে না
দেয় যে নিজের মত।

মসজিদের ওই সভার প্রধান
সমাজে পায় মান,
সুদি ব্যবসার কারবারিতে
বধির নেতার কান।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

গল্প সানাম আফছানা খানম অথৈ

গল্প সানাম আফছানা খানম অথৈ ইরাকের বাগদাদ শহরে এক যুবতি মেয়ে ছিল।নাম তার সানাম।সানাম ছোটবেলা থেকে খুব ভালো ছিলো।নামাজি, পর্দানশীন,

Leave a Reply