একুশ আমার খুশি

0

একুশ আমার খুশি
একশে দিন ভাষার মাসে ছন্দ জাগে

বাংলা ভাষা অতি মিষ্টি

কী যে করুণ লোহু সৃষ্টি
শ্রদ্ধা মেখে সুপ্তি জাগে উষার আগে।

অন্ধ ভোরে ওড়াল দিয়ে রঙ মাখিয়ে
রক্তজবা সবুজ বোঁটা
শুভ্র কালো জামায় ছোটা
পুলকে মন ডানায় ভরা শোক আঁকিয়ে।

সজীব রেশে পুষ্প হাতে আমার খুশি
শোচন বাহী আটকে রাখি
বুকের কোণে নন্দি মাখি
ভূলোক জুড়ে দ্বিতীয় নেই গর্বে পুষি।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Qazi Kamrun Nahar

Author: Qazi Kamrun Nahar

I am a writer. Currently I have 22 books published.

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

2 Replies to “একুশ আমার খুশি”

Leave a Reply