চিঠি – ১

0

আমি তোমাকে যে চিঠি দেয়ছিলাম সে চিঠির উত্তর তুমি দাওনি।

তুমি দিয়েছ অন্য একটি চিঠির উত্তর যে চিঠিতে লেখা আছে তুমি আমার নয়।

তুমি এমন একটি চিঠির উত্তর কেন দিলে?

তুমি আর কখনই এমন কোন চিঠির উত্তর দিয়োনা যে চিঠির নাম তুমি আমার নয়।

 

এমন একটি চিঠি আমি আর কখনোই তোমাকে লিখবনা।

এমন একটি চিঠি লিখলে আমি আমার কাছেই হেরে যাই।

কাজেই তুমি শুধু সে চিঠির উত্তর দিয়ো যে চিঠির নাম – তুমি শুধু আমার।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইসলামী জীবন

ইসলামী জীবন মোঃ রুহুল আমিন ইসলামের মূল স্তম্ভ গুলো মেনে জীবন গড়ি, ঈমান মজবুত করে মুসলিম সঠিক পথটা ধরি। ঈমান

কবিতা দুফোটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ

কবিতা দুফোঁটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ স্বামী চলে গেলে বহু দূরে বিদায়কালে রেখে গেলে দুফোঁটা মায়া অশ্রু। আঁচলে বেঁধে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

Leave a Reply