তোমার পায়ের নূপুর হবো

0

তোমার পায়ের নূপুর হবো
দুলবো পায়ে দিবস যামী।
তোমার চলায় তুলব ধ্বণি
ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম।

আমায় রাখবে যখন তোমার পায়ে
ও দুই কোমল হাতের পাবো পরশ।
পড়বে যখন আলতা পায়ে
থাকবো মেখে তারই সাথে।

যখন চলবে তুমি
তোমার পায়ের ধুলোয় ভরবে আমার দেহ,
কখনও লাগবে তাতে কাঁটা,
তবুও থাকবে না কোনো দুঃখ-
এই জেনে যে, রয়েছি তোমার পায়ে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫ই মে,২০২৩,রাত, বারুইপুর

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

Leave a Reply