‘তিরন্দাজ’ গল্পের পাঠ-পরিচিতি ও মূলভাব

2

‘তিরন্দাজ’ গল্পাংশটি ছোটোদের জন্য লেখা মহাভারতের “আদিপর্ব” থেকে নেওয়া হয়েছে। গল্পের মূল বিষয় পান্ডু ও কুরুর সন্তানদের মধ্যকার পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্কে এবং যুদ্ধ বিদ্যায় পারদর্শিতা প্রদর্শন। অস্ত্র বিদ্যুার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুর এলে ভীষ্ম তাকে রাজকুমারদের শিক্ষক হিসেবে সাদরে গ্রহণ করেন।
দ্রোণাচার্য ও ততোধিক স্নেহ ও সযত্নে কুমারদের যুদ্ধ বিদ্যা শেখালেন। রাজকুমার অর্জুন তার কাছে সর্বাধিক প্রিয় হয়ে ওঠেন।এতে কর্ণ ও দুর্যোধনরা পান্ডবদের প্রতি রুষ্ট হন।অস্ত্র বিদ্যা শিক্ষা লাভের ক্ষেত্রে অর্জুনের পারদর্শিতায় মুগ্ধ হয়ে আর্শীবাদ হিসেবে দ্রোণাচার্য তাকে “ব্রক্ষশিরা” অস্ত্র পুরষ্কার দেন।
এক পর্যায়ে প্রকাশ্যে রণক্ষেত্রে রাজকুমারদের রণ কৌশল প্রদর্শনী করা হলে সবাই যুদ্ধ বিদ্যা দেখিয়ে সকলকে মুগ্ধ করেন।অর্জুনের রণ কৌশল সর্বাধিক প্রশংসিত হয়।
আগ্রহ, চর্চা, নিষ্ঠা ও গুরুভক্তি মানুষকে যে-কোনো কঠিন কাজে যে পারদর্শী করে তুলতে পারে, এখানে তা-ই ফুটে উঠেছে এই তিরন্দাজ গল্পে।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

Leave a Reply