ভালোবাসি তোমাকে

1

তোমার কাছে আমি রয়ে গেলাম চির অচেনা
হয়ে উঠে নি আজও চেনা
সেদিন বলেছিলে তোমার পাশেও নাকি আমি বড্ড বেমানান
সেদিনও আমি বলিনি কিছু
ডাকিনি তোমাকে আর পিছু
সেদিন তুমি হারিয়ে গেলে দূরের অচিন পথে,
খুঁজেছিলাম তোমায় তবুও পাইনি আমি খুঁজে
আমার ভেজা চোখে ,এড়িয়ে গিয়েছিলে কোনমতে,
মিশে গিয়েছিলে তারার আঁধার রাতে,
খুঁজে পাইনি সেদিন তোমায় সাদা মেঘের ভীরে?
করেছিলে আমাকে অবজ্ঞা,
তোমার সুখের ঘরে বারণ ছিলো আমার ফেরা
বৃষ্টি হয়ে যদি নামি তোমার চোখের কোণে
পারবে কি আমায় চিনে নিতে
নাকি রেখেদিবে তোমার সেই অবহেলাতে
যদি কখনো তোমাকে হারানোর ভয়ে হয়ে যাই জড়োসড়ো,
আমার এ ভয় ভাঙ্গাবে কি কখনো
স্বপ্ন হয়ে আসবে কি আমার ঘুমের মাঝে ,
হাতটা কি বাড়িয়ে দিবে তুমি ?
নাকি আমাকে আরো বেশি অবহেলা করবে ।
আজকাল আর তোমার অবহেলা সহ্য করে পারি না
তোমাকে একটু দেখতে চাইলেও আর দেখতে পারিনা।
আজ আর পারিনা চিৎকার করে বলতে ভালোবাসি তোমাকে
খুব ইচ্ছে করে বর্ষার ঝুম রাতে বৃষ্টিতে ভিজব তোমার সাথে
পিচ ঢালা রাস্তায় হাঁটবো তোমার হাতটা আলতো করে ধরে ।
হঠাৎ আমি বৃষ্টি ভেজা খোলা চুলে,খালি পায়ে,মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলব ভীষণ ভালবাসি তোমাকে ।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Orpita Oyshorjo

Author: Orpita Oyshorjo

লিখতে ভালো লাগে তাই লিখি সবসময় গল্প কিংবা কবিতা যাই পাই তাই লিখি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

3 Replies to “ভালোবাসি তোমাকে”

Leave a Reply