মাহে রমজান

0

রমজানের চাঁদ উদয় হলো খুশির বার্তা বহে
শৃঙ্খলিত মানব জাতি রোজা ঘ্রাণটা লহে।
মুসলিম গণে রোজা পেয়ে হলো আজি ধন্য,
রোজা যে ঢাল স্বরূপ আজাব থেকে বাঁচার জন্য।

রোজা এলো বছর ঘুরে মুমিন গণের মাঝে
খুশির জোয়ার লহে মুমিন আজি নতুন সাজে।
মহান মাসে উত্তম রাতে পায় যে কদর রাতে,
বান্দার প্রেমটা প্রভুর সাথে আনন্দেতে মাতে।

রোজা রাখলে ঈমান নিয়ে গুণা ঝরে যাবে,
রোজার মাসে রোজা সওয়াব প্রভুর থেকে পাবে।
দান সাদকা তে সওয়াব নেকীর পাল্লা করো ভারী,
রজনীতে পাপের মোচন যতো শুদ্ধ পারি।

চলরে মুমিন মসজিদ পানে গাফেল নাহি থাকি
নামাজ রোজা তালাস করে আল্লা নামে ডাকি।
রোজার গুণে কুষীদ ছেড়ে মুমিন মেলরে আঁখি,
নাজাত যতো পাপ কালিমা রাখিস কেনো বাকি।

রোজার মাসে সকল ভান্ডার আজি দিলে খুলে
খুশির স্রোতে মাতে মুমিন ভিড়বে শান্তির কুলে।
প্রভুর প্রেমে দিদার লাভে ব্যাকুল মুমিন গণে,
ঈমান গুণে আমল করে রাখবে প্রভুর সনে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

হযরত আলী (রা:) এর জীবনী

হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং তাকওয়ার জন্য সুপরিচিত।

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply