শান্তির ঘাঁটি

0

রোজার মাসের চাঁদ উঠেছে
খুশি মুমিন বান্দা,
ফরজ রোজা পালন করবে
ছেড়ে সকল ধান্দা।

প্রভুর হুকুম পালন করতে
রাখে ফরজ রোজা,
রোজার মাসে মুমিন হাসে
ঝরে পাপের বোঝা।

রোজার মাসে ঈমান আমল
করবে মানব খাঁটি,
ঈমান গুণের ধার্মিক মানব
পাবে শান্তির ঘাঁটি।

আমির-ফকির বোবা-বধির
হিসাব নিয়ে ব্যস্ত,
রোজার মাসে আমল গুণেই
গভীর ধ্যানে ন্যস্ত।

রোজার মাসে রোজা রাখতে
হালাল খাদ্য খাবে,
নেকীর পাল্লা…করবে ভারি
অধিক সোয়াব পাবে।

রোজার মাসে সাদকা দানে
দুখীর পাশে রবে,
খুশির রোজা পালন করবে
গরীব দুখি তবে।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইসলামী জীবন

ইসলামী জীবন মোঃ রুহুল আমিন ইসলামের মূল স্তম্ভ গুলো মেনে জীবন গড়ি, ঈমান মজবুত করে মুসলিম সঠিক পথটা ধরি। ঈমান

কবিতা দুফোটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ

কবিতা দুফোঁটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ স্বামী চলে গেলে বহু দূরে বিদায়কালে রেখে গেলে দুফোঁটা মায়া অশ্রু। আঁচলে বেঁধে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

2 Replies to “শান্তির ঘাঁটি”

Leave a Reply