শোনো

2

কখনো বাতাসের বিপরীতে দাঁড়িয়ে
আকাশের পানে স্থির তাকিয়ে
ল…ম্বা একটা নিশ্বাস নিয়ে ছেড়েছিলে?
চোখজময বন্ধ করে?
অথবা হাত দুটো মেলে?

তবে শুন!
এই নিশ্বাস, সাধারণ নিশ্বাস নয়।
এই চোখ বন্ধ করা, সাধারণ নয়।
এই হাত তোলা, সাধারণ নয়!
হ্যা সাধারণ নয়!

শুধু ভাবো যে,
তোমি তোমার রবকে
বিচার দিচ্ছ নিশ্বাস ফেলে!
আফসোস করছ,
চোখকে নিয়ন্ত্রণ করতে না পারায়!
অমনি,
ট..কট..ক করে গাল বেয়ে
মাটি স্পর্শ করে, ফোটা এক ধূলো
জড়ো করে নিল!

বিশ্বাস কর,
এটা একফোঁটা পানি নয়!
এটা এক টুকরো মাটিকে জড়ায়ে ধরেনি!
বলছি বিশ্বাস কর!
ভাবছ কি হবে?
হ্যা! বলছি, তবে শুন!

এই পানি শুধু মাটি নয়!
শুধু তোমার গাল বেয়ে পড়েনি!
শুধু এমনি এমনি আসেনি!
এ এক নীরব বার্তা।
যা তোমার রবকে পাঠিয়েছে!
প্রস্তাব পাঠিয়েছে
তোমার রবকে জড়িয়ে ধরার!
অবাক হয়েছ কেন নীচে পড়েছে!
তোমার সত্তাকে ছাড়া তোমি কি সচল?
এটা সবাই চায়, চিরন্তন!

শুধু ভাবো যে,
এই দুইহাত তোলা
কেবল বাতাস আটকানো নয়!
গোনাহগুলো ছেড়ে ঝেড়ে ফেলে
আলিঙ্গন করছ রবের সিদ্ধান্ত!
এটা তোমার,
তোমার রবের ভালবাসার প্রকাশ!
এক অব্যক্ত আকুতি!
এক শূন্যস্থান পূর্ণের আহবান, নিমিত্তি!

✍️ তানহীর হোসাইন

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Md Tanhir Hossain

Author: Md Tanhir Hossain

A student

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply