সুখের প্লাবন

0

সুখের প্লাবন

—– ম্যাকি ওয়াদুদ

————————————

বর্ষায় টইটুম্বুর দিঘীর স্বচ্ছ জলে

তোমার রুপে মন যে ছুটে চলে।

বৃষ্টিভেজা প্রকৃতিতে প্রাণ দোলে

হৃদয়ে ভেজাভেজা প্রেম খেলে।

 

কালবৈশাখীর ভয়ঙ্কর ধ্বংস-লীলায়

মুসলধারে বৃষ্টিতে সুখ-স্মৃতি পালায়।

প্রকৃতির গাঢ় মৃত্তিকায় পলি বিলায়

প্রতিটি প্রাণ-পল্লবে সজীবতা মিলায়।

 

মাঝরাতে দীর্ঘ বৃষ্টিতে মন পাতাই

প্রগাঢ় জল-জোসনায় প্রাণ হারাই

রিমঝিম সংগীতে কান পেতে রই

উষ্ণ-আদ্র স্পর্শ সুখে প্লাবিত হই।

————————————–++

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Mackey Wadud

Author: Mackey Wadud

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

One Reply to “সুখের প্লাবন”

Leave a Reply