সেথায় যেতে চায়

0

সেসেথায় যেতে চায়
মোঃ রুহুল আমিন

ওই মদিনার —বুকে ঘুমে
আছে দয়াল নবী,
ওই মদিনায় পাড়ি দিবো
নইলে বৃথা সবি।

নবীর রওজা সালাম দিতে
দেবো সাগর পাড়ি,
সার্থক হবে জনম আমার
গেলে ভুবন ছাড়ি।

এই দুনিয়ার মায়ায় পড়ে
ভুলে গেছি আজি,
সব মায়া ত্যাগ করে সেথায়
যেতে তবে রাজি।

নবীর প্রেমে আশেক গণে
সেথায় যেতে চায়,
নবীর রওজা সালাম দিলে
শান্তির ছোঁয়া পায়।

কেনো তবেই নবীর রওজা
চায় না যেতে মন,
নবীর চেয়ে কারে ভাবলি
এতো আপন জন।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঈশ্বর আল্লা ভগবান

আল্লাহকে যদি পাইতে হয়? ইবাদত করতে হবে। সে ইবাদত কি আমরা করি? না। তাহলে? আমাদের পরিনাম জাহান্নাম।   এ জাহান্নাম

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

Leave a Reply