0
কতজনরে ভালবাসলাম, কেউ ভালবাসলনা।ভালবাসল শুধু একজন, সূয্যি সেন গুপ্তা।সেই সূয্যি সেন গুপ্তাও মারা গেছে। তাহলে? ” ভালবাসাই অপরাধ”।” আমি কেন এমন অপরাধ করলাম!”

0
কতজনরে ভালবাসলাম, কেউ ভালবাসলনা।ভালবাসল শুধু একজন, সূয্যি সেন গুপ্তা।সেই সূয্যি সেন গুপ্তাও মারা গেছে। তাহলে? ” ভালবাসাই অপরাধ”।” আমি কেন এমন অপরাধ করলাম!”
আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)