আছিয়া হত্যার বিচার চাই

1

আছিয়া হত্যার বিচার চাই

🖋️অপ্রিয় লেখক তানভির🌹

আছিয়ার চোখে ছিলো যে আলো,

নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো।

স্বপ্ন ভাঙে নির্দয় রাতে,

ফিরবে না সে জীবনের পথে।

দর্শনের নামে পুড়লো প্রাণ,

বিচার চাই—এই যে আহ্বান।

অন্যায়ের ছায়া কাটুক এবার,

ন্যায়ের আলো ফুটুক বারবার।

কেনো হারায় নিরীহ জীবন?

কেনো থামে স্বপ্নের কবন?

শোষণের দেয়াল ভাঙতে হবে,

আছিয়ার স্মৃতি বাঁচুক ভবে।

নীরবতা নয়, রুখে দাঁড়াও,

ন্যায়ের পথে দৃঢ় থাকো।

আছিয়ার মৃত্যু বৃথা যাবে না,

বিচার চাই—এ দাবি থামবে না!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Tanvir Ahmed

Author: Tanvir Ahmed

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply