1
আছিয়া হত্যার বিচার চাই
🖋️অপ্রিয় লেখক তানভির🌹
আছিয়ার চোখে ছিলো যে আলো,
নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো।
স্বপ্ন ভাঙে নির্দয় রাতে,
ফিরবে না সে জীবনের পথে।
দর্শনের নামে পুড়লো প্রাণ,
বিচার চাই—এই যে আহ্বান।
অন্যায়ের ছায়া কাটুক এবার,
ন্যায়ের আলো ফুটুক বারবার।
কেনো হারায় নিরীহ জীবন?
কেনো থামে স্বপ্নের কবন?
শোষণের দেয়াল ভাঙতে হবে,
আছিয়ার স্মৃতি বাঁচুক ভবে।
নীরবতা নয়, রুখে দাঁড়াও,
ন্যায়ের পথে দৃঢ় থাকো।
আছিয়ার মৃত্যু বৃথা যাবে না,
বিচার চাই—এ দাবি থামবে না!

1