0
আমি বাতাসের কানে কানে কতবার তোমার কথা বলেছি তা কি তুমি শুনেছ? জানি তুমি শোননি।তাইতো তুমি আমাকে ভালবাসনা। যদি একবার শুনতে সে কথা তুমি স্থির থাকতে পারতেনা; আমাকে ভালবাসতেই, অবশ্যই বাসতে।কই আজ আবার বলতো।এই যে বললাম। শুনলাম, এখন আমি তোমাকে ভালবাসি।তুমি এ কথা আমাকে আগে বলনি কেন? আগে বললেতো আমি আগেই তোমাকে ভালবাসতাম।আমি এখন থেকে নিয়মিত বাতাসের কানে কানে সে কথা বলব, তুমি কান পেতে থেকো।এই যে আমি তালপাতার এক বাঁশি কিনলাম সেটা আমি বাতাসের কাছে ধরব আর তোমার ভালবাসার খবর আমার কানে গড় গড় করে প্রবেশ করবে।
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে

0