চমকপ্রদ তথ্য

উপাত্ত কাকে বলে?

আরো ভালোভাবে Data বা, উপাত্ত সম্পর্কে জানার জন্য University of Houston Libraries এর এই ভিডিওটি দেখতে পারেন-

কোন একটি নির্দিষ্ট বৈষিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে। এটাকে আরো সহজভাবে বলা যায়- সংখ্যাভিত্তিক যে তথ্য থাকে সেই তথ্যকে পরিসংখ্যান বলে আর, পরিসংখ্যানে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে উপাত্ত।

যেমনঃ পাচজন শিক্ষার্থীর গণিতের নম্বর হচ্ছে- ৮৮, ৭৫, ৩৩, ৬৭, ১৩। গণিতের নম্বর এখানে পরিসংখ্যান, আর আলাদাভাবে সংখ্যাগুলো উপাত্ত। ইংরেজী data শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাত্ত।

প্রকারভেদঃ উপাত্ত ২ প্রকার-

১. প্রাথমিক উপাত্ত

২. মাধ্যমিক উপাত্ত

সরাসরি যে উপাত্ত সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় প্রাথমিক উপাত্ত। এবং পরোক্ষভাবে বা, দ্বিতীয় কোন উৎস থেকে যে উপাত্ত সংগ্রহ করা হয় সেটাকে বলে মাধ্যমিক উপাত্ত বা, পরোক্ষ উপাত্ত । মনে করুন আপনি সরাসরি কয়েকটি জায়গার তাপমাত্রা গ্রহন করলেন, এটি প্রাথমিক উপাত্ত। আর, বাংলা পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যা বিষয়ক উপাত্ত গ্রহণ করলেন, এটি মাধ্যমিক।

অন্যভাবেও একে ভাগ করা যায়-

১. অবিন্যস্ত উপাত্ত

২. বিন্যস্ত উপাত্ত

উপরে যে গণিতের নম্বর ছিল সেগুলোকে ৩৩, ৬৭, ৭৫, ৮৮ এভাবে সংখ্যার উচ্চক্রমে সাজালে সেটি হবে বিন্যস্ত উপাত্ত, আর না সাজালে সেটি অবিন্যস্ত।

 

আরো পড়তে পারেন-