আমায় আকাশ ক’রে দাও

0

 

হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!
আকাশ অর্ণবের চেয়ে বড়
আকাশ ধরণীর চেয়ে বড়
আকাশ ভাস্করের চেয়ে বড়
আকাশ সৌরমণ্ডলের চেয়ে বড়
আকাশ মানুষের চেয়ে বড়
আকাশ তটিনীর চেয়ে বড়
তাই আমি আকাশ হতে চাই।
যে আকাশ সূর্য-চন্দ্র-তারাদের চেয়ে বড়
আমি তো সেই আকাশই হতে চাই।
কিন্তু নিজে কীভাবে আকাশ হবো?
আমার কি সেই ক্ষমতা আছে?
তাই হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply