আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

0

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ।
জানি আমি, এতে তুমি আনন্দে আছ,
তবু আমি তোমায় কিছুই বলি না।
কারণ আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো।
আমায় মিথ্যা ভালোবাসা দিয়ে যদি তোমার আনন্দ হয়
তবে এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে আর কী আছে!
কেউ যদি আমায় দুঃখ দিয়ে সুখী হয়
আমি তাতে আরো বেশি সুখী হই।
তুমি যদি আমায় কষ্ট দিয়ে খুশিতে থাকো
তবে আমায় আরো কষ্ট দাও, আরো আরো।
কারণ আমি জানি, আমি কষ্ট পেলে তুমি খুশিতে থাকবে।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্পঃ অনুপমার চোখে ১

গল্পঃ অনুপমার চোখে লেখকঃ বকুল রায় Part 01 ঢাকার ব্যস্ত সড়কগুলো আমার কাছে সবসময় যেন এক রঙিন ক্যানভাস। ছোটবেলা থেকে

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

বাঙালির ঐ শক্তি

মুক্তি যোদ্ধা দুঃসাহসের বাঙালির ঐ শক্তি, সমর যুদ্ধে রক্তের বদলা চাই না রক্তের ভক্তি। মুক্তি যোদ্ধা মানে মোদের বঙ্গ দেশের

Leave a Reply