আমি পথের ধুলো

0

আমি পথের ধুলো
আমি বড় নগণ্য।
মানুষজন আমায় মাড়িয়ে চলে যায়।
শুধু কি মানুষ-জন?
কুকুর-বিড়ালও।
শুধু কি কুকুর-বিড়াল?
যান-বাহনও।
তবু আমি করি না প্রতিবাদ
কারণ আমি পারি না ব’লতে কথা
কারণ আমি পারি না ক’রতে লড়াই।
তবু বলব ঈশ্বরের সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই
এই সৃষ্টির তিনিই সৃষ্টিকর্তা
কাজেই তিনি যে আমায় এই রূপে সৃষ্টি করেছেন এই অনেক
না হ’লে পারতাম কি জানতে নগণ্য হবার কত জ্বালা?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/২/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রিয় বাংলাদেশ

দেশ দেশ দেশ নানান রঙের বেশ যার রূপের নাই শেষ সে যে আমার বাংলাদেশ।   ছয় ঋতু করে যায় খেলা

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

Leave a Reply