ইংলিশ চাচা

0

দেশের মানুষ ভীষণ অবাক
চাচার কান্ড দেখে,
পাঁচশো টাকায় ভিনদেশী আজ
গেলো একটু বেঁকে।

অনেক আশা নিয়ে ছুটলো
পাছে ইংলিশ চাচা,
বললো চাচা পাঁচশো টাকায়
রাতের ক্ষুধা বাঁচা।

চাচার কথায় দেয়না সাড়া
তবুও চাচা চলে,
নানান ভাবে বোঝায় চাচা
টাকা পাওয়ার ছলে।

অনেক পথটা ছুটতে থাকে
টাকা চেয়ে চেয়ে,
লোকশরমে …পায়না ভয় যে
ভিনদেশীর ঐ পেয়ে।

এমন দৃশ্য…..ধারণ করে
ভিডিও যে করে,
মান খুয়েছে হাত পেতেছে
ভিনদেশীর তরে।

চাচার এমন জ্ঞান গরিমায়
দেশের মানটা ক্ষুন্ন,
বুঝলো নাকো ক্ষুধায় কাতর
চাচা কেমন খিন্ন।

পেটের ক্ষুধার জন্য গ্যাছে
দেশের সম্মান হানি,
পেটের ক্ষুধা নিবারণ করতে
চাইলো চাচা মানি।

অনেক জ্ঞানীই বলে গেছেন
ক্ষুধার জ্বালা নিয়ে,
প্রিয়ার চোখ ও ঘোলাটে হয়
ক্ষুধার রাজ্যে দিয়ে।

হায়রে দেশের মানুষগুলো
লজ্জা কারে বলো,
ক্ষুধার জ্বালায় হাত পেতেছে
জেলটা আবার হলো।

ভীষণ লজ্জা ভীষণ লজ্জা
ধনীরা আজ মরো,
দেশের মানুষ ক্ষুধায় কাতর
তোমরা প্রাসাদ গড়ো।

চাচার থেকে জানলো আবার
পেটে থাকলে ক্ষুধা,
মান সম্মানে কিসের বড়াই
নিজের কাছে শুধা?

পেটের ক্ষুধা চোখ দুটো আজ
অন্ধ করে দেছে,
হায়রে মানুষ ভাবলে ক্যামনে
আমার জন্য গ্যাছে।

বুঝতে হইলে আমার কথা
ক্ষুধা পেটে রাখো,
ভুল বুঝবে যে ..সে-ই দিনে
না খেয়ে তো থাকো।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply