দেশের মানুষ ভীষণ অবাক
চাচার কান্ড দেখে,
পাঁচশো টাকায় ভিনদেশী আজ
গেলো একটু বেঁকে।
অনেক আশা নিয়ে ছুটলো
পাছে ইংলিশ চাচা,
বললো চাচা পাঁচশো টাকায়
রাতের ক্ষুধা বাঁচা।
চাচার কথায় দেয়না সাড়া
তবুও চাচা চলে,
নানান ভাবে বোঝায় চাচা
টাকা পাওয়ার ছলে।
অনেক পথটা ছুটতে থাকে
টাকা চেয়ে চেয়ে,
লোকশরমে …পায়না ভয় যে
ভিনদেশীর ঐ পেয়ে।
এমন দৃশ্য…..ধারণ করে
ভিডিও যে করে,
মান খুয়েছে হাত পেতেছে
ভিনদেশীর তরে।
চাচার এমন জ্ঞান গরিমায়
দেশের মানটা ক্ষুন্ন,
বুঝলো নাকো ক্ষুধায় কাতর
চাচা কেমন খিন্ন।
পেটের ক্ষুধার জন্য গ্যাছে
দেশের সম্মান হানি,
পেটের ক্ষুধা নিবারণ করতে
চাইলো চাচা মানি।
অনেক জ্ঞানীই বলে গেছেন
ক্ষুধার জ্বালা নিয়ে,
প্রিয়ার চোখ ও ঘোলাটে হয়
ক্ষুধার রাজ্যে দিয়ে।
হায়রে দেশের মানুষগুলো
লজ্জা কারে বলো,
ক্ষুধার জ্বালায় হাত পেতেছে
জেলটা আবার হলো।
ভীষণ লজ্জা ভীষণ লজ্জা
ধনীরা আজ মরো,
দেশের মানুষ ক্ষুধায় কাতর
তোমরা প্রাসাদ গড়ো।
চাচার থেকে জানলো আবার
পেটে থাকলে ক্ষুধা,
মান সম্মানে কিসের বড়াই
নিজের কাছে শুধা?
পেটের ক্ষুধা চোখ দুটো আজ
অন্ধ করে দেছে,
হায়রে মানুষ ভাবলে ক্যামনে
আমার জন্য গ্যাছে।
বুঝতে হইলে আমার কথা
ক্ষুধা পেটে রাখো,
ভুল বুঝবে যে ..সে-ই দিনে
না খেয়ে তো থাকো।
আরো পড়ুন-