ইসলামী বক্তা সমাচার

play icon Listen to this article
0

বক্তা নাকি ভোক্তা

 

বক্তা মানেই দুনয়া-লোভী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই শয়তানেরই আক্রমণে ঘায়েল

 

খ্যাতির পিছে ছুটছে তারা নাইবা থাকুক এলেম

‘নাম’ ওপরে থাকলে তাদের ভাবছে, ‘সবই পেলেম’

 

বক্তা মানেই অহংকারী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই হৃদয় তাহার মালের প্রতি ‘মায়েল’। [আকৃষ্ট]

 

বক্তা মানেই নেই আরবীর জ্ঞানটুকু ঠিকমতো

বক্তা মানেই অল্প জ্ঞানী বেকুবের দল যত

 

বক্তা মানেই লজ্জাহীন আর বক্তা মানেই জাহেল

বক্তা মানেই মানুষ থেকে লক্ষ টাকার ‘সায়েল’। ‌ [দাবীকারী/ভিক্ষুক]

 

বক্তা তো নয় ভোক্তা এরা, আশা তাদের মাল

সময় এলো, খুলতে হবে এদের ভিতর-হাল

 

[কবিতাটি সামগ্রিক দৃষ্টিতে লেখা হয়েছে]

 

 

লেখা: লুবাব হাসান সাফ‌ওয়ান

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

প্রাণের নবী মায়ার নবী

প্রাণের নবী মায়ার নবী মোঃ রুহুল আমিন যিনি দিলেন সাগর নদী মাটির নিচে জল। প্রার্থনাতো তাহার কাছে করছি অনর্গল। সবার

ভালো থাকিস ভালোবাসা

কতো ভালোবাসি তোরে বুঝবি মরে গেলে, চোখের জলে খুঁজবি আমায় সকল কিছু ফেলে । সাদা কাপড় মুড়ে যখন রাখবে উঠোন

শান্তির আলয়

মুসলিম জাতির নিয়ামত ময় স্মারক কাবা শরীফ, হজ্বের সময় তাওয়াফ করে প্রভুর করছে তারিফ। কাবার ঘরটা শান্তির আলয় খোদার মুখের

রূপে ধার্মিক বেশ

রূপে ধার্মিক বেশ মোঃ রুহুল আমিন মুসলিম হলে মুমিন হওনি আশি বছর শেষ, সঠিক পাওনা দিতে চাওনা রূপে ধার্মিক বেশ।

Leave a Reply