ইসলামী বক্তা সমাচার

play icon Listen to this article
0

বক্তা নাকি ভোক্তা

 

বক্তা মানেই দুনয়া-লোভী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই শয়তানেরই আক্রমণে ঘায়েল

 

খ্যাতির পিছে ছুটছে তারা নাইবা থাকুক এলেম

‘নাম’ ওপরে থাকলে তাদের ভাবছে, ‘সবই পেলেম’

 

বক্তা মানেই অহংকারী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই হৃদয় তাহার মালের প্রতি ‘মায়েল’। [আকৃষ্ট]

 

বক্তা মানেই নেই আরবীর জ্ঞানটুকু ঠিকমতো

বক্তা মানেই অল্প জ্ঞানী বেকুবের দল যত

 

বক্তা মানেই লজ্জাহীন আর বক্তা মানেই জাহেল

বক্তা মানেই মানুষ থেকে লক্ষ টাকার ‘সায়েল’। ‌ [দাবীকারী/ভিক্ষুক]

 

বক্তা তো নয় ভোক্তা এরা, আশা তাদের মাল

সময় এলো, খুলতে হবে এদের ভিতর-হাল

 

[কবিতাটি সামগ্রিক দৃষ্টিতে লেখা হয়েছে]

 

 

লেখা: লুবাব হাসান সাফ‌ওয়ান

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

কবিতা দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ

দ্রব্যমূল্যর উর্ধবগতি আফছানা খানম অথৈ দ্রব্যমূল্যর উর্ধবগতি বাড়ছে দিনে দিনে, অনাহারীর মুখের খাবার কেড়ে নিছে লোকে । সোনারদেশ বাংলাদেশ এখন

কবিতা: বিজয়ের গান

বিজয়ের গান মোহাম্মদ আকিফ মনসুরী একাত্তরে মুক্তিসেনা দিলো কত প্রাণ। তাঁদের জন্য পেলাম স্বদেশ বিজয় ফুলের ঘ্রাণ। কত শহিদের কত

Leave a Reply