0
বক্তা নাকি ভোক্তা
বক্তা মানেই দুনয়া-লোভী, বক্তা মানেই জাহেল
বক্তা মানেই শয়তানেরই আক্রমণে ঘায়েল
খ্যাতির পিছে ছুটছে তারা নাইবা থাকুক এলেম
‘নাম’ ওপরে থাকলে তাদের ভাবছে, ‘সবই পেলেম’
বক্তা মানেই অহংকারী, বক্তা মানেই জাহেল
বক্তা মানেই হৃদয় তাহার মালের প্রতি ‘মায়েল’। [আকৃষ্ট]
বক্তা মানেই নেই আরবীর জ্ঞানটুকু ঠিকমতো
বক্তা মানেই অল্প জ্ঞানী বেকুবের দল যত
বক্তা মানেই লজ্জাহীন আর বক্তা মানেই জাহেল
বক্তা মানেই মানুষ থেকে লক্ষ টাকার ‘সায়েল’। [দাবীকারী/ভিক্ষুক]
বক্তা তো নয় ভোক্তা এরা, আশা তাদের মাল
সময় এলো, খুলতে হবে এদের ভিতর-হাল
[কবিতাটি সামগ্রিক দৃষ্টিতে লেখা হয়েছে]
লেখা: লুবাব হাসান সাফওয়ান
আরো পড়ুন-
- আল্লাহ তা’আলার নিরানব্বইটি নামের অর্থ
- কুরআনের বিষয়ভিত্তিক আয়াতসমূহ
- পুনর্জন্ম বলতে কী বুঝায়?
- আহলে হাদীস বনাম হানাফী মাযহাব
- সম্মিলিত মুনাজাত কি বিদ’আত?
0