ইসলামী বক্তা সমাচার

0

বক্তা নাকি ভোক্তা

 

বক্তা মানেই দুনয়া-লোভী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই শয়তানেরই আক্রমণে ঘায়েল

 

খ্যাতির পিছে ছুটছে তারা নাইবা থাকুক এলেম

‘নাম’ ওপরে থাকলে তাদের ভাবছে, ‘সবই পেলেম’

 

বক্তা মানেই অহংকারী, বক্তা মানেই জাহেল

বক্তা মানেই হৃদয় তাহার মালের প্রতি ‘মায়েল’। [আকৃষ্ট]

 

বক্তা মানেই নেই আরবীর জ্ঞানটুকু ঠিকমতো

বক্তা মানেই অল্প জ্ঞানী বেকুবের দল যত

 

বক্তা মানেই লজ্জাহীন আর বক্তা মানেই জাহেল

বক্তা মানেই মানুষ থেকে লক্ষ টাকার ‘সায়েল’। ‌ [দাবীকারী/ভিক্ষুক]

 

বক্তা তো নয় ভোক্তা এরা, আশা তাদের মাল

সময় এলো, খুলতে হবে এদের ভিতর-হাল

 

[কবিতাটি সামগ্রিক দৃষ্টিতে লেখা হয়েছে]

 

 

লেখা: লুবাব হাসান সাফ‌ওয়ান

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান। ঠিকানা: নোয়াখালী। কর্ম: ছাত্র। পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply