ধর্মগ্রন্থঃ একমাত্র কুরআনকেই মুলিমরা অবিকৃত ঐশী বাণী বলে বিশ্বাস করে। এছাড়া ধর্মপালনের জন্য হাদিসের অনুসরণ করে। হাদিসকে শুদ্ধ মনে করা হলেও কুরআনের মত বিশুদ্ধ এবং সংরক্ষিত মনে করা হয় না।
উৎপত্তিঃ মুহাম্মদ(সাঃ) ইসলাম প্রচার শুরু করেন তার নবুয়ত পাওয়ার পরে অর্থাৎ, ৪০ বছর বয়সে। ৬১০ খ্রিস্টাব্দে তিনি এই ধর্মের প্রচার শুরু করেন, সেই হিসেবে বলতে পারেন তখন এই ধর্মের উৎপত্তি ঘটে।কিন্তু মুসলিমদের মতে সৃষ্টির শুরু থেকেই এটি আছে।
মূল বাক্যঃ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বঙ্গানুবাদ- কোন উপাস্য নেই, আল্লাহ ছাড়া। বুঝতেই পারছেন একেশ্বরবাদই এই ধর্মের মূল কথা।
ইসলাম ধর্মের প্রবর্তক কে?
- আল্লাহ নিজের ইসলামের প্রবর্তক- পৃথিবীর প্রথম মানুষ এই ধর্মের অনুসারী ছিলেন
- আদম(আঃ) বা, এডাম এই ধর্মের প্রথম নবী
- ইসলাম হচ্ছে একেশ্বরবাদ যেখানে আল্লাহর সমকক্ষ বা, অংশ বলে আর কেউ বা, কিছু নেই
- মুহাম্মদ(সাঃ) এই ধর্মের শেষ নবী যিনি সারা বিশ্বের জন্য এসেছেন, অন্য নবীরা তাদের জাতির জন্য তাদের সময়ে এসেছিলেন
সাতটি বিষয়ের উপর বিশ্বাস(ঈমানে মুফাসসাল)
মুসলিমরা সাতটি বিষয়ে কোন শর্ত ছাড়াই বিশ্বাস করে, এর উপর ভিত্তি করে অন্যন্য বিষয়ে তারা যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করে
- আল্লাহঃ একক ও অন্যন্য। তার কোন মূর্তি, ছবি বা, প্রতিবিম্ব নেই। আল্লাহর বৈশিষ্ট্যগুলো মানুষের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না।
- ফেরেশতাঃ অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। মানুষের মত তাদের ভালো-মন্দ কাজের ক্ষমতা নেই, শুধু আল্লাহর নির্দেশই তারা পালন করেন।
- রাসূলগণঃ মানুষের মধ্য থেকে বেছে নেয়া আল্লাহর প্রতিনিধি যারা, আল্লাহর বার্তা মানুষের কাছে পৌছে দেয়। কিতাবগুলো তাদের কাছে অবতীর্ণ হয়েছে।
- কিতাবসমূহঃ রাসূলগণের কাছে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আসা বাণী যা, বই আকারে পাওয়া যায়। মোট ১০৪ টি কিতাব সৃষ্টিকর্তা আমাদের কাছে পাঠিয়েছেন, যার মধ্যে চারটি বড়। শেষ কিতাব কুরআন হযরত মুহাম্মদ(সাঃ) এর কাছে এসেছে।
- আখিরাতঃ মৃত্যু পরবর্তী জীবন যেখানে মানুষের এই জীবনের ভাল-মন্দ কাজের ভিত্তিতে বিচার করা হবে এবং পুরষ্কার বা, শাস্তি দেয়া হবে
- ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিতঃ মানুষ তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না। চেষ্টা করলে যেকোন কাজেই মানুষ সাধারণত সফলতা পায়।
- শেষ বিচারের দিন পুনরুত্থানের উপরঃ কিয়ামতের পর সব মানুষ আবার পুনরুত্থিত হবে। কিয়ামত হচ্ছে মহাপ্রলয়ের সময় যে সময় পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে।
আল্লাহ কে?
সূরা ইখলাসের বঙ্গানুবাদঃ
বল, তিনিই আল্লাহ্ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তার সমতুল্য আর কেউ নেই।
আসমানি কিতাব
আসমানি কিতাব বলতে ইসলাম ধর্মে সেইসব গ্রন্থকে বুঝায় যা আল্লাহর কাছ থেকে মানুষের কাছে এসেছে। এই কিতাবগুলো সাধারণত রাসূলগণের কাছে জিব্রাইল(আঃ) নামক একজন ফেরেশতার মাধ্যমে এসেছে। এই কারণেই এগুলো ঐশী গ্রন্থ যা মানুষ রচনা করে নি।
মোট কিতাবের সংখ্যা
কিতাবের নাম | যার উপর অবতীর্ণ হয়েছে |
তাওরাত | মুসা(আঃ) |
যাবুর | দাউদ (আঃ) |
ইঞ্জিল | ঈসা (আঃ) |
কুরআন মাজিদ | মুহাম্মাদ(সাঃ) |
পড়ুন- ইসলাম ও ইহুদি ধর্মের পার্থক্য
ইসলাম ধর্মের স্তম্ভ
- বিশ্বাসের ঘোষণা (কালিমা বা, শাহাদাহ)
- বাধ্যতামূলক উপাসনা(নামাজ)
- বাধ্যতামূলক গরীব মানুষদের ধনীদের সম্পদ থেকে একটি ছোট অংশ দেয়া(যাকাত)
- রামাদান (রমজান) মাসে রোজা রাখা
- শারিরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে মক্কায় হজ্জ করা
মুসলিমদের মধ্যে ভাগ/ফেরকা/মাজহাব
ইসলামের মূল উৎস হচ্ছে কোরআন। এরপর হাদিস, ধর্মাচরণ, কুরআনের ব্যাখ্যা এগুলোর ভিত্তিতে এই মাজহাবগুলো তৈরি হয়েছে। এগুলো আসলে বিভিন্ন রকম মত। ইংরেজীতে বলা হয় School of thought. সুন্নীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় চারটি স্কুল- সেগুলো হচ্ছে-
- হানাফি
- শাফেয়ী
- মালেকি
- হাম্বলি
এই চারজন ছিলেন বিখ্যাত ইমাম, মুসলিম স্কলার। তাদের নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া হয় নি। তারা আলাদা জায়গায় থেকে আলাদা আলাদা যুক্তির ভিত্তিতে ইসলামিক আচরণের ব্যাখ্যা করেছেন। শিয়াদের মাঝে অনেকগুলো গ্রুপ আছে, তবে মূল ভিত্তি হচ্ছে কুরআন, হাদিস, আহলে বাইয়াত(নবীর পরিবার)।
সুন্নীদের ক্ষেত্রেও মূল ভিত্তি কুরআন এবং সুন্নাহ। মুসলিমদের কোন মাজহাবকেই কেউ ভুল বলে না। এক্ষেত্রে সবাই গুরুত্ব আরোপ করে কুরআন মেনে চলার জন্য। একইসাথে নবীর দেয়া ব্যাখ্যা। মতপার্থক্য কাউকে ইসলাম থেকে সরিয়ে দেয় না।
ইসলাম ধর্ম নিয়ে উক্তি
… since September 11th event, in many occasion I always come forth, with a defense of Islam. Islam like any other major tradition. I think the very praising Allah means love, infinite love, compassion, like that. I understand Islam, they usually carry rosary, all 99 beads, different name of Allah, all refer compassion, or these positive things.
Islam brings hope and comfort to millions of people in my country, and to more than a billion people worldwide. Ramadan is also an occasion to remember that Islam gave birth to a rich civilization of learning that has benefited mankind.
… the religiosity of Muslims deserves respect. It is impossible not to admire, for example, their fidelity to prayer. The image of believers in Allah who, without caring about time or place, fall to their knees and immerse themselves in prayer remains a model for all those who invoke the true God, in particular for those Christians who, having deserted their magnificent cathedrals, pray only a little or not at all.
The legislation of Quran will spread all over the world, because it agrees with the mind, logic and wisdom.
ইসলামিক উৎস থেকে কিছু উক্তি
কুরআনের ৩ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াতে আছে,
And they planned and Allah also planned and Allah is the best of planners
কুরআনের ৫৫ নম্বর সূরার ১৯-২০ নম্বর আয়াতে আছে,
He released the two seas, meeting [side by site] Between them is a barrier [so] neither of them transgresses –
কুরআনের ১০ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে আছে,
Unquestionably, to Allah Belongs whatever is in the heavens and the earth
কুরআনের সূরা আল ইমরানে আছে,
Then when you have taken a decision, put your trust in Allah certainly, Allah loves those who put their trust (in him)
কুরআনের ৪১ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে আছে,
Good and Evil Deeds are not equal. repel evil with what is better. Then you will see that one who was once your enemy has become you dearest friend.
নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম
আরো কিছু প্রশ্নের উত্তর
আপনাদের মনে আরো কিছু প্রশ্নে আসে, চেষ্টা করছি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এছাড়া নিচের কমেন্ট বক্সে আরো প্রশ্ন চাইলে যোগ করতে পারেন-
ইসলাম ধর্মের বয়স কত?
ইসলাম ধর্ম এর ইংরেজি কি?
ইসলাম ধর্ম মতে পৃথিবীর বয়স কত?
কোন দেশে ইসলাম ধর্ম নিষিদ্ধ?
একটা গুজব প্রচলিত আছে যে এঙ্গোলাতে ইসলাম ধর্ম নিষিদ্ধ। এটি আসলে সত্য নয়। সেখানে সংবিধান অনুযায়ী দেশটি Secular, এবং ধর্মীয় উপাসনালয় তৈরির জন্য অনুমতি লাগে। ১ লাখের কম মানুষ কোন ধর্মের অনুসারী হলে তাদেরকে স্বীকৃতি দেয়া হয় না। মুসলিমদের সংখ্যা ৯০০০০ হওয়ায় তারা সরকারি স্বীকৃতি পায় নি।
এঙ্গোলাতে একটি মসজিদ ভেঙে দেয়া হয়েছে, কয়েকটি বন্ধ করে দেয়া হয়েছে, অর্ধশত বা, তারও বেশী খ্রিস্টান চার্চ বন্ধ করে দেয়া হয়েছে। শর্ত হচ্ছে সরকারের কাছে আবেদন করে আইনি প্রক্রিয়ায় ধর্মীয় উপাসনালয় ঐ দেশে চালাতে হবে। কোন ধর্মই সেখানে নিষিদ্ধ না। সুতরাং, এরকম কোন দেশ নেই যেখানে ইসলাম নিষিদ্ধ।
ইসলামিক সম্ভাষণ কোনটি?
