তুমি আমার কত আপন তা কি তুমি জান? না তা তুমি জাননা।তুমি আমার এত আপন যে এর উপর কোন আপন নেই। তুমি আমার আপন বলেই আমি ফুল তুলি, মালা গাঁথি, শিউলি ফুলের গাছের তলায় গিয়ে বসে থাকি।তুমি আমার আপন বলেই আমি পাহাড়কে বলি মাছ আর মাছকে বলি পাহাড়। তুমি আমার আপন বলেই আমি রোজ রাতে সিংহল নদীর ধারে গিয়ে বসে থাকি, সেখানে যদি একটি মাছ লাফ দেয় আমি বলি আমার প্রিয়া যাচ্ছে। তুমি আমার আপন বলেই আমি কোন গান গাইনা শুধু ছবি আঁকি, সবচেয়ে সুন্দর ছবিটি’ বলি, এটি আমার গান।তুমি যদি আমার আপন না হতে কোন কিছুই হতনাঃ ফেরিওয়ালা ‘ফেরি’ করতনা, বাঁশিওয়ালা তার সবচেয়ে সুন্দর সুর বাজাতনা, গায়ক তার গানে নতুন কোন সুর তুলতনা।তুমি আমার আপন বলেই পাখি ডাকে, নদী বয়, সাগর তার ‘ধাঁ ধাঁ’ শব্দ তোলে।
এবার বল তুমি এ আপন হলে কি করে? এ আপন হয়েছ কারন তুমি রোজরাতে অন্নপূর্ণা পাহাড়ের কাছে গিয়ে হ্যামিলনের টিক্কাওয়ালার গান শুনতে। তুমি এখন আর সে গান শুননা।শুননা কেন? তুমি আবার সে গান শুন।
আরো পড়ুন-
- করিকর শব্দের অর্থ কি?
- প্রোটিন জাতীয় খাবার
- এলোভেরার উপকারিতা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- চিকেন ফ্রাই রেসিপি
