0
বিপ্লব
আফছানা খানম অথৈ
লড়াইয়ের ময়দানে
যেতে হবে সকল মুসলিমকে,
রক্ষা করতে হবে,
আল আকসা মসজিদ।
হে মুসলিম জাতি
কেনো তোমরা এখনো চুপসে আছো?
মুসলিম ভাইদের রক্তে রঞ্জিত
ফিলিস্তিনের গাজা ভুখণ্ড,
চারদিকে লাশের গন্ধ
মা-বোনদের চোখের জল
ঝরছে অনবরত।
আকাশ থেকে পড়ছে বোমা
ভাঙছে দালান,মরছে মানুষ,
ইহুদী হায়নাদের কাঁপছে না বুক
মিনিটে মিনিটে করছে বোমা নিক্ষেপ।
মা-বোন আর শিশুরা পাচ্ছেনা নিস্তার
ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ হারাচ্ছে প্রতিনিয়ত।
ফিলিস্তিনি জনতা মরতে প্রস্তুত
তবুও ছেড়ে দেবে না আলআকসা মসজিদ
মরণপ্রণ যুদ্ধ করবে
রুখবে ইহুদী হায়নাদের।
হে মুসলিম জনতা
আর চুপসে থেকো না,
ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও
বিপ্লবে ঝাঁপিয়ে পড়ো
রক্ষা করো আলআকসা মসজিদ
জয় হবে মুসলিমদের ইনশাআল্লাহ।

0