কবিতা বেঈমান মুনাফিক আফছানা খানম অথৈ

0

বেঈমান মুনাফিক

আফছানা খানম অথৈ

বেঈমান আর মুনাফিকে
ভরে গেছে দেশ,
সত্য মিথ্যা যাছাই করা
এখন বড় কঠিন কাজ।
মিথ্যা বলে গুজব ছড়ায়
সত্য যায় ঢেকে,
মূহূর্তে ছড়িয়ে পড়ে
মিথ্যা বাক্য দেশে।
কোনটা আসল কোনটা নকল
বুঝা বড় মুস্কিল
এমন বয়ান করেন তারা
যেন সত্যিকারের আলেম।
আলেম সেজে ধরছে বেশ
করছে বয়ান নানান দেশে,
বিশ্বাস করছে জনগন
ঈমান হারাচ্ছে কিছু মুসলিম।
কোরানের বানী,
ইসলামের নামে কিছু
মিথ্যে বানী প্রচার করবে,
একদল আলেম,
এরা আলেম নয়,
আলেম নামের ভণ্ড।
বেঈমান মুনাফিক
শয়তানের দ্বোসর।
এদের দলে যাবে যারা
জাহান্নামী হবে তারা
সময় থাকতে হও হুশিয়ার
ওহে মুসলিম।
কোরান হাদিস মেনে চলো
সঠিক আলেমের হাত ধর
ঈমান আমল মজবুত কর
পরকালের পুঁজি কর,
ঈমানদার হয়ে মৃত্যু বরন কর।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply