0
বেঈমান মুনাফিক
আফছানা খানম অথৈ
বেঈমান আর মুনাফিকে
ভরে গেছে দেশ,
সত্য মিথ্যা যাছাই করা
এখন বড় কঠিন কাজ।
মিথ্যা বলে গুজব ছড়ায়
সত্য যায় ঢেকে,
মূহূর্তে ছড়িয়ে পড়ে
মিথ্যা বাক্য দেশে।
কোনটা আসল কোনটা নকল
বুঝা বড় মুস্কিল
এমন বয়ান করেন তারা
যেন সত্যিকারের আলেম।
আলেম সেজে ধরছে বেশ
করছে বয়ান নানান দেশে,
বিশ্বাস করছে জনগন
ঈমান হারাচ্ছে কিছু মুসলিম।
কোরানের বানী,
ইসলামের নামে কিছু
মিথ্যে বানী প্রচার করবে,
একদল আলেম,
এরা আলেম নয়,
আলেম নামের ভণ্ড।
বেঈমান মুনাফিক
শয়তানের দ্বোসর।
এদের দলে যাবে যারা
জাহান্নামী হবে তারা
সময় থাকতে হও হুশিয়ার
ওহে মুসলিম।
কোরান হাদিস মেনে চলো
সঠিক আলেমের হাত ধর
ঈমান আমল মজবুত কর
পরকালের পুঁজি কর,
ঈমানদার হয়ে মৃত্যু বরন কর।

0