0
মরতে হবে একদিন
আফছানা খানম অথৈ
মিছে এ দুনিয়া
থাকব না চিরদিন,
যেতে হবে একদিন
পৃথিবীর মায়া ছাড়িয়া।
টাকা পয়সা ধন দৌলত
সঙ্গে নাহি যাবে,
সঙ্গে যাবে ঈমান আমল
সাড়ে তিন হাত কাপন।
ছেলে মেয়ে স্বজনেরা
কেউ হবে না সঙ্গী,
অন্ধকার কবরে থাকবে
পড়ে দেহখানি।
মনে রেখো মিছে এদুনিয়া
থাকবে না চিরদিন
মরতে হবে একদিন,
সময় থাকতে দ্বীনের পথে
এসো হে মুসলিম।

0
পরলৌকিক ভাবনার বহি;প্রকাশ । ভাল লাগল।
ভালো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।