কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

0

মায়ের লাশ

আফছানা খানম অথৈ

অন্ধকার তালাবদ্ধ ঘরে
পড়ে আছে মা,
কোথাও কেউ নেই
চারদিক অন্ধকার।
ঝি ঝি পোকা ডাকছে
ভয়ে কাঁপছে মা
বিছানায় শুয়ে কাতরাচ্ছে
ডাকছে সন্তানেরে।
খোকা তুই কোথায়?
আমাকে একটু পানি দেহ্
গলা শুকিয়ে গেছে
আর পারছি না।
কোথাও খোকা নেই
মাকে ফেলে গেছে
মা বুঝতে পেরেছে
কাঁদছে অনবরত।
ক্ষুধার জ্বালায় ছটফট করছে
শরীর কাঁপছে থত্থর,
বারবার খোকাকে ডাকছে
পাষণ্ড সন্তান আসেনি
মাকে দেখতে।
একদিন দুদিন উপোষ অনেকদিন
আর কত সইবে,
ক্লান্ত অবশান্ত ক্ষুধার্ত দেহটি
আর চলছে না।
একসময় থেমে যায় মায়ের সবকিছু
নিভে যায় আত্মানামক জীবন প্রদীপ,
লাশ হয়ে পড়ে থাকে
মায়ের মৃতদেহটি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply