0
মায়ের লাশ
আফছানা খানম অথৈ
অন্ধকার তালাবদ্ধ ঘরে
পড়ে আছে মা,
কোথাও কেউ নেই
চারদিক অন্ধকার।
ঝি ঝি পোকা ডাকছে
ভয়ে কাঁপছে মা
বিছানায় শুয়ে কাতরাচ্ছে
ডাকছে সন্তানেরে।
খোকা তুই কোথায়?
আমাকে একটু পানি দেহ্
গলা শুকিয়ে গেছে
আর পারছি না।
কোথাও খোকা নেই
মাকে ফেলে গেছে
মা বুঝতে পেরেছে
কাঁদছে অনবরত।
ক্ষুধার জ্বালায় ছটফট করছে
শরীর কাঁপছে থত্থর,
বারবার খোকাকে ডাকছে
পাষণ্ড সন্তান আসেনি
মাকে দেখতে।
একদিন দুদিন উপোষ অনেকদিন
আর কত সইবে,
ক্লান্ত অবশান্ত ক্ষুধার্ত দেহটি
আর চলছে না।
একসময় থেমে যায় মায়ের সবকিছু
নিভে যায় আত্মানামক জীবন প্রদীপ,
লাশ হয়ে পড়ে থাকে
মায়ের মৃতদেহটি।

0