0
রোজা
আফছানা খানম অথৈ
নীল আকাশে চাঁদ উঠেছে
রোজা হবে কাল,
আমরা সবাই রাখব রোজা
শফথ করছি আজ।
রোজা রাখব নামাজ পড়ব
করবো না দিনে পানাহার,
ইফতার করব সেহরী খাব
করবো না রোজার খেলাফ।
রোজা রাখলে কোলেস্টেরল কমে
দেহ থাকে সুস্থ সবল,
তাইতো আল্লাহপাক মুসলিমের উপর
করেছেন রোজা ফরজ।
ত্রিশ রোজাতে অনেক ছওয়াব
আল কোরআনে প্রমাণ,
রোজাদারকে জান্নাত দিবেন
স্বয়ং আল্লাহপাক।

0