কবিতা রোজা আফছানা খানম অথৈ

0

রোজা

আফছানা খানম অথৈ

নীল আকাশে চাঁদ উঠেছে
রোজা হবে কাল,
আমরা সবাই রাখব রোজা
শফথ করছি আজ।
রোজা রাখব নামাজ পড়ব
করবো না দিনে পানাহার,
ইফতার করব সেহরী খাব
করবো না রোজার খেলাফ।
রোজা রাখলে কোলেস্টেরল কমে
দেহ থাকে সুস্থ সবল,
তাইতো আল্লাহপাক মুসলিমের উপর
করেছেন রোজা ফরজ।
ত্রিশ রোজাতে অনেক ছওয়াব
আল কোরআনে প্রমাণ,
রোজাদারকে জান্নাত দিবেন
স্বয়ং আল্লাহপাক।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

Leave a Reply