1
শৈশবের মধুর স্মৃতি
আফছানা খানম অথৈ
শৈশবের মধুর স্মৃতির
দিনগুলির কথা মনে হলে
হারিয়ে যেতে ইচ্ছে করে
সেই তেপান্তরে।
মায়ের চোখ ফাঁকি দিয়ে
করতাম মিছেমিছি বনভোজন
রান্না করতাম ধুলোবালির
মজা করে খেতাম সবাই মিলে।
পড়ার ঘরে না দেখে মা
ছুটে আসতেন খুঁজতে,
মাকে দেখে দিতাম দৌড়
পালাইতাম তেপান্তরে।
সন্ধ্যা হলে ফিরলে ঘরে
খেতাম মায়ের বকুনি,
কিযে খারাপ লাগত তখন
মায়ের কড়া ঝাঁকুনি।

1