0
যদি দেখ একটি কুকুর হেঁটে যাচ্ছে কিন্তু তোমাকে দেখে হা-হু কোন আওয়াজ করছেনা তখন তোমার কি মনে হবে? কুকুরটি ভাল।আসলে কি কুকুর ভাল হয়? না। তাহলে? কুকুর মানেই খারাপ। তাহলে? আমাদের চারপাশে এরকম কুকুর কি আছে? অনেক আছে। তাহলে এদের কি করতে হবে? পিটিয়ে মানুষ বানাতে হবে। তুমি কি আজ কোন কুকুর পিটিয়েছ? না।তাহলে তুমি মানুষ? না।তাহলে তুমি? এক অ-মানুষ।এই ‘অ-মানুষ’ থেকে মুক্তি পাবে কিভাবে? তোমাকে রোজ রাতে কুকুর পিটাতে হবে, পিটাতে হবে সেই কুকুর’ যেটি সবচেয়ে বড়।
তাহলে?
তোমাকে এক্ষুনি কুকুর’র সন্ধানে বেরিয়ে পড়তে হবে।
বেরিয়ে কি পড়েছ?
না।
তাহলে, এক্ষুনি বেরিয়ে পড়।
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি

0