0
গোলাপ ফুলের ঘ্রাণ কার না ভাল লাগে? গোলাপ ফুলের ঘ্রাণ সবার ভাল লাগে। আমি একদিন গোলাপ ফুলের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই তোমার ঘ্রাণ এত সুন্দর কেন? বলে, তুমি ভালবাস তাই।সেই থেকে গোলাপ ফুল আমি অনেক বেশি ভালবাসি। এখন আমার গোলাপ ফুল না দেখলে একটুও ভাল লাগেনা।
গোলাপ ফুল যদি হাসতে বলে হাসব, কাঁদতে বললে কাঁদব, শুধু সেই জিনিসটি করবনা যা গোলাপ ফুল করেনা কারন গোলাপ ফুল ছাড়া আমার ভাল লাগেনা। গোলাপ ফুল’ যদি কেউ ছিঁড়ে পথের ধারে ফেলে দেয় বলব এই তুমি এমন কাজ করতে গেলে কেন, তোমার এ কাজ করা কিছুতেই উচিত হয়নি!
0