চল মদিনার টানে

play icon Listen to this article
0

চল মদিনার টানে
মোঃ রুহুল আমিন

রাসুল প্রেমে মন উতলা
গভীর রাতে কাঁদে,
নবীর রওজা সালাম দিতে
আশেক হৃদয় সাধে।

রাসুল প্রেমের আশেক গণে
চল মদিনার টানে,
মদিনার ওই খুশবু বাতাস
হৃদয় শান্তি আনে।

রাসুলের ওই কদম ছোঁয়ায়
ধন্য হলো… মাটি,
গায়ে জড়ায় পাপ মোচনে
অন্তর করবো খাঁটি।

শুকনো খেজুর গাছটি কাঁদল
এতিম শিশুর মতো,
রাসুল শোকে ব্যকুল হয়ে
অশ্রূ ঝরায় যতো ।

খেজুর গাছের নিবিড় ছায়ায়
নবীর ছোঁয়া পাবো,
রাসুল প্রেমে অধীর আশেক
নবীর দেশে যাবো।

ধন্য মক্কা- মদিনার ধুল
চোখে সুর্মা করে,
খোদার ঘরে চুম্মন দিবো
মনটা যাবে ভরে।

অধম আশেক দরবারে আজ
নবী দাওগো দৃষ্টি,
তোমার প্রেমের পরশ পেতে
সকল জীবের সৃষ্টি ‌।


আরো পড়ুন- 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply