0
তারারা সব ঘুমকাতুরে
ডুবে গ্যাছে চাঁদ,
নিপুণ হাতে বুনন হচ্ছে
মানুষ ধরার ফাঁদ।
চাঁদের আলো লুকিয়ে যে
লুকোচুরি করে,
চাঁদ মেঘে যে খেলছে খেলা
অসীম গগন তরে।
চাঁদের সাথে তারা গুলো
করছে যেন আড়ি,
মিট-মিট জ্বলে কোন দিগন্তে
দিচ্ছে যেন পাড়ি।
শুভা ছড়ায় জোনাকি আজ
আলোর ঝলক দিয়ে,
গগন থেকে ঝলসে পড়া
চাঁদের আলো নিয়ে।
চাঁদ তারার ওই গগন জুড়ে
লুকোচুরি খেলা,
মিলান হলো গগন মাঝে
সাদা মেঘের ভেলা।
আরো পড়ুন-
0