0
যদি কখনও এমন হয় তুমি শুনতে পেলে তোমাকে আর আমি ভালবাসিনা তাহলে তুমি কি করবে? আত্মহত্যা করবে? না, না তুমি আত্মহত্যা কোরোনা।কারন, আমি তোমাকে সবসময় ভালবাসি; তুমি আমার এমন এক ভালবাসা যে ভালবাসা’ ভুলে থাকা যায়না; একদিন যদি ভাল না বাসি মনে হয় কতদিন বাসিনি।
সেই তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি কি করতে ভালবাস? তুমি বললে, ছবি আঁকতে ; আমি নাকি ছবি আঁকতে জানিনা।
তুমি এমন একটি কথা কেন বললে? তুমি বলতে পারলেনা, তুমি ছবি আঁকতে জান তাই আমি ছবি আঁকতে ভালবাসি!
জানি তুমি কোনদিনই সে কথা বলবেনা। কারন, তুমি আমাকে ভালবাসনা।
না না, আমি তোমাকে ভালবাসি! এই যে দেখ বলছি, তুমি ছবি আঁকতে জান তাই আমি ছবি আঁকতে ভালবাসি।
এমন একটি কথা আগে বললেনা কেন? এমন একটি কথা আগে বললেতো আমি সবচেয়ে সুন্দর ছবিটি আঁকতাম।
আরো পড়ুন-
- বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?
- হুমায়ুন আহমেদের সেরা ১০ টি বই
- টাকা ইনকাম করার গেম
- ডেভিড কপারফিল্ড ‘গল্পের পাঠ-পরিচিতি
- অয়ন নামের অর্থ কি?

0