‘ডেভিড কপারফিল্ড ‘গল্পের পাঠ-পরিচিতি ও মূলভাব

0

ডেভিড কপারফিল্ড গল্প টি লেখক চালর্স ডিকেন্সের লেখা ‘ডেভিড কপারফিল্ড’ উপন্যাসের প্রথম অংশের ভাবানুবাদ মূলক সংক্ষিপ্ত রূপ। এটি এক বালকের জীবনের করুণ গল্প। মাত্র ছয় মাস বয়সে ডেভিড তার বাবাকে হারায়। ছোটো বেলা থেকেই ডেভিড ছিল অনুভূতি ও কল্পনা প্রবণ।
তার মায়ের নাম ছিল ক্লারা। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে ভালোই যাচ্ছিল ডেভিডের দিন গুলি, কিন্তু আট বছর বয়সে জীবনে নেমে এল নিপীড়ন। মা ক্লারা বিয়ে করলেন নিষ্ঠুর স্বভাবের ব্যাক্তি মার্ডস্টোনকে।তার বোন মিস মার্ডস্টোনও বদমেজাজি।
বিনা কারণে ডেভিডের ওপর রুষ্ট ছিলেন তার সতবাবা ও মিস মার্ডস্টোন। মা ও কাজের মেয়ে পেগোটিই ছিল ডেভিডের ভালোবাসার মানুষ। ডেভিড কে লন্ডনের এক আবাসিক স্কুলে ভর্তির জন্য পাঠানো হলে সেখানে ও সে নিপীড়নের সম্মুখীন হয়।
তবে সেই জীবনে হৃদয় বান মানুষের ও দেখা পেল সে।তার ভালো লাগল নিরীহ ধরনের শিক্ষক মেল সাহেবকে। কিন্তু সে মেল সাহেবও টিকতে পারলেন না মানুষের মন্দ স্বভাবের জন্য।
ডেভিডের জীবন থেকে বোঝা যায় যে, ধৈর্য ও সংগ্রামশীলতার মধ্য দিয়েই মানুষকে টিকে থাকতে হয়।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to “‘ডেভিড কপারফিল্ড ‘গল্পের পাঠ-পরিচিতি ও মূলভাব”

Leave a Reply