0
ডায়না নামে যে মেয়েটি রোজ রাতে আমার কাছে আসত সে অনেক সুন্দরী ছিল।এসেই বলত, আমি তোমাকে ভালবাসি। আমার কি যে ভাল লাগত কেমন করে বোঝাই।ডায়না’ যে একবার দেখেছে সে তাকে ভুলতে পারবেনা।সে শুধু হৈ হৈ হাসে কি যে ভাল লাগে কেমন করে বোঝাব। একদিন জড়িয়ে ধরে বলে আর কিছু চাই? বললাম তোমার হাতের বোতাম’ দাও।সে হাতের বোতাম খুলে আমাকে দিল।কি যে আনন্দ হয়েছিল বোঝানো যাবেনা। ডায়না শুধু হাসে শুধু হাসে। এত এত হাস কেন? না হাসলে আমার ভাল লাগেনা। তোমার হাসি যেন চিরদিন এমনি থাকে।
ডায়না মনে হয় কোথাও কোন নির্জনে বসে ছবি আঁকতেছে।না জানি সে ছবি কত সুন্দর।
ডায়নার হাতে একটি লাল রং কাঁচুলি ছিল না জানি সেটা আছে কিনা।

0